“ব্যর্থতার দায় এড়াতে পদ ছাড়ছেন মির্জা ফখরুল” – ভিত্তিহীন গুজব

Published on: [August 2,2021]

গত ২ আগস্ট “ব্যর্থতার দায় এড়াতে পদ ছাড়ছেন মির্জা ফখরুল” শিরোনামে একটি খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে শিরোনামে করা দাবিটি ভিত্তিহীন এবং অসত্য। বাস্তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে কোন বিবৃতি দেননি। বিএনপির যথাযোগ্য মহল থেকেও মির্জা ফখরুলের পদ ছেড়ে দেবার কথা জানানো হয়নি। দেশীয় মূলধারার গণমাধ্যমগুলোতেও বিষয়টি নিয়ে কোন প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

daily-bangladesh.com’ এবং ‘jagoronnews.com’সহ একাধিক অনলাইন পোর্টাল থেকে প্রকাশিত “ব্যর্থতার দায় এড়াতে পদ ছাড়ছেন মির্জা ফখরুল” খবরটির লিংক শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। এমন কিছু পোস্ট দেখুন এখানে এখানে এখানে এখানে এখানে এখানে

 

 

 

 

 

 

 

ফ্যাক্ট চেক

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান চালিয়ে জানতে পারে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের পদ ছাড়ায় বিয়য়ে নয়, বরং করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ১ আগস্ট গুলশানে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ দাবি জানান তিনি। ১ আগস্ট প্রকাশিত বাংলানিউজ২৪ -এর “ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগ দাবি বিএনপির” শীর্ষক প্রতিবেদনটি পড়ুন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন করে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছিল বিরোধী দল বিএনপি। ০৪ জুলাই ২০২১ তারিখে প্রকাশিত “করোনা ‘ব্যর্থতা’ নিয়ে সরকারের পদত্যাগ চায় বিএনপি” শিরোনামে জাগোনিউজ২৪-এর খবরটি পড়ুন এখানে।

 

 

তবে লক্ষণীয় যে, বাংলানিউজ২৪ উক্ত শিরোনামে সংবাদটি প্রকাশের পরের দিন ব্যর্থতার দায় এড়াতে বিএনপি মহাসচিবের পদ ছাড়ার সংবাদটি ভাইরাল হয়। যদিও সে সব প্রতিবেদনের শিরোনামে করা দাবির পক্ষে কোন নির্ভরযোগ্য তথ্য বা সত্যতা খুঁজে পাওয়া যায়নি। অন্যান্য নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকেও এ বিষয়ে কোন হদিস পাওয়া যায় নি।

কীভাবে ছড়ালো এই গুজব?

ভাইরাল খবরটির কিছু অংশ গুগলে অনুসন্ধান করে দেখা যায়, দৈনিক নেত্রকোণা নামের একটি অনলাইন পত্রিকা ২০১৯ সালের ১৭ আগস্টে প্রায় একই ধরণের একটি সংবাদ করে। “নতুন মহাসচিবের খোঁজে বিএনপি!” শিরোনামে খবরটি দেখুন এখানে

 

 

দৈনিক নেত্রকোণা পত্রিকাটির দাবি, মির্জা ফখরুল তার ব্যর্থতা বুঝতে পেরে সে সময় দলের মহাসচিব পদ থেকে সরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। বস্তুত, এমন তথ্য বর্তমানে প্রমাণ করা যাচ্ছে না। তবে একটি বিষয় পরিষ্কার যে, তখন তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও বাস্তবে তা ঘটেনি। এখনো তিনি মহাসচিব হয়েই দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, কোন প্রকার নতুন তথ্য ছাড়াই সেই ২ বছর আগের সংবাদ কপি করে ভিন্ন ভিন্ন সময়ে এবং শিরোনামে প্রচার করছে ভুঁইফোড় পোর্টালগুলি। “পদ ছাড়লেন মির্জা ফখরুল”, “অসুস্থ মির্জা ফখরুল, ছাড়ছেন মহাসচিব পদ” এবং “ব্যর্থতার দায় এড়াতে পদ ছাড়ছেন মির্জা ফখরুল?”, শিরোনামসমূহ উল্লেখযোগ্য।

 

গুজবের পেছনে বাস্তবতা

গত বছরের সেপ্টেম্বরে জাগোনিউজ২৪ “বিএনপির মহাসচিব পদে পরিবর্তনের গুঞ্জন” শীর্ষক একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। ঠিক সে সময়ে মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে ফেলা হচ্ছে – এমন গুঞ্জন ওঠে। তবে সিনিয়র নেতাদের অনেকে মহাসচিব পদে পরিবর্তনের গুঞ্জনকে ‘অপপ্রচার’ হিসেবে দেখেছিলেন। তাদের মতে, দলের মধ্যে বিভাজন ও বিভক্তি সৃষ্টির জন্যই একটি মহল এমন অপপ্রচার চালাচ্ছে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জাগো নিউজকে বলেন, ‘এ ধরনের কোনো আলোচনা নেই। যারা এ ধরনের কথা বলছেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কথা বলছেন।’ বিস্তারিত পড়ুন এখানে

 

সব মিলিয়ে বলা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ কিংবা তাকে পদ থেকে সরিয়ে ফেলার আলোচনা নতুন কিছু নয়। তবে এখন পর্যন্ত তিনি মহাসচিবের পদেই আছেন। নিকট অতীতে দলের যথাযোগ্য কোন মহল থেকে মহাসচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়নি। মির্জা ফখরুল নিজেও কোন বিবৃতি দিয়ে কিংবা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেননি। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় উক্ত ভাইরাল সংবাদটি ভিত্তিহীন এবং অসত্য।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

 

Leave a Reply