“মির্জা ফখরুলের গায়ে হাত” – মিথ্যা শিরোনামে পুরনো ভিডিও

Published on: July 25, 2022

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, “ব্রেকিং নিউজঃ মির্জা ফখরুলের গায়ে হাত! উত্তেজিত নেতা কর্মীরা” । অনুসন্ধানে জানা যায়, ৬ নভেম্বর ২০২১ তারিখে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও  মন্ত্রী  তরিকুল ইসলামের স্মরণ সভায় কর্মীরা বিশৃঙ্খল হয়ে পড়লে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উত্তেজিত হয়ে উঠেন, এসময়ে তিনি নেতাকর্মীদের শান্ত থাকতে বলেন ও অনুষ্ঠানে  মনোযোগী হতে নির্দেশ দেন। উল্লেখ্য সেসময়ে বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সেখানে “মির্জা ফখরুলের গায়ে হাত” এমন কোনো কথা বলা হয়নি। অর্থাৎ পুরনো ভিডিও মিথ্যা শিরোনামে ভাইরাল করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

উক্ত শিরোনামে ফেসবুকে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গুজবের উৎস: Breaking News BD নামের একটি ফেসবুক পেজ থেকে উক্ত শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয়। পরবর্তীতে ভিডিওটি বিভিন্ন একাউন্ট, পেজ থেকে শেয়ার হতে থাকে। যার কারণে সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়ে পড়েন।

বিষয়টির সত্যতা জানতে বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করা হলে ইউটিউব চ্যানেলে  মূলধারার গণমাধ্যমের  দুটি ভিডিও প্রতিবেদন  পাওয়া যায়। “তরিকুল ইসলামের স্মরণসভায় মির্জা ফখরুলের বক্তব্য” এবং “ডিজেলের দাম বাড়িয়ে জনগণের দৃষ্টি সরানোয় ব্যস্ত সরকার” শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনগুলোতে দেখা যায়, প্রয়াত মন্ত্রীর উপরে বিভিন্ন বিষয়ে এবং সরকারের নানা সমালোচনা করে তিনি বক্তব্য দেন।  প্রতিবেদনগুলো দেখুন এখানেএবং এখানে। উল্লেখ্য  নিউজ ২৪ থেকে প্রকাশিত ভিডিও প্রতিবেদনটির ক্যাপশনে এ বিষয়টি উল্লেখ আছে যে, অনুষ্ঠানের শেষের দিকে দলীয়কমীদের নিজেদের ভেতরকার কোন্দলে ভাঙ্চুর করে মিলনায়তনের গেট। এসময় দলের মহাসচিব ক্ষুব্দ হয়ে বক্তব্য বন্ধ করে দেন” ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উত্তেজিত হয়ে পড়ার বিষয়টি দেখে নেয়া যাক:

৬ নভেম্বর ২০২১ তারিখে আরটিভি থেকে “চলে গিয়েও ফিরে আসলেন মির্জা ফখরুল” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের বিস্তারিত অংশে বলা হয়েছে, “রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য দিচ্ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নিজেদের মধ্যে বিশৃঙ্খলা শুরু করেন কর্মীরা। কর্মীদের শান্ত করার চেষ্টাও করেন ফখরুল। কিন্তু তাতে কাজ না হওয়ায় বক্তব্য বন্ধ করে ডায়েস ছেড়ে চলে যান বিএনপি মহাসচিব। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে আবার ফিরে এসে বক্তব্য শুরু করেন তিনি”।

সুতরাং দলীয় কর্মীদের বিশৃঙ্খলার কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উত্তেজিত হয়ে পড়েন এবং কিছু সময়ের জন্য তিনি তাঁর বক্তব্য স্থগিত রাখেন। কিছুক্ষণ পরে পুনরায় তিনি বক্তব্য প্রদান করেন।

ফ্যাক্টওয়াচ এ বিষয়ে আরও বিস্তারিত জানতে বিএনপির সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলের সাথে যোগাযোগ করে। তিনি জানান, “জায়গা স্বল্পতার  জন্য সেদিনের ঘটনায় ছাত্রদলকর্মীরা কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়ে, যার কারণে মহাসচিব স্যার রেগে যান এবং তিনি তাঁর বক্তব্য স্থগিত করেন। স্যারের বক্তব্য স্থগিত  দেখে তিনি সহ সিনিয়র নেতারা ছাত্রদলকর্মীদের শান্ত হয়ে যেতে বলেন। মহাসচিব স্যারের উত্তেজিত অবস্থা দেখে  ছাত্রদলকর্মীরাও  স্তম্ভিত হয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে ছাত্রদল কর্মীরা শান্তশিষ্ট হয়ে স্মরণ সভায় মনোযোগ দেন। পরবর্তীতে স্যার আবার বক্তব্য রাখেন”।

অতএব মূলধারার সংবাদমাধ্যম এবং ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, “মির্জা ফখরুলের গায়ে হাত” এটি একটি ভিত্তিহীন দাবি। ফ্যাক্টওয়াচ এসকল ভিত্তিহীন পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply