“মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা, ওসিসহ আহত ৫” – পুরনো খবর নতুন করে ভাইরাল

Published on: July 17, 2021

১৭ জুলাই ২০২১ তারিখে “মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা, ওসিসহ আহত ৫” শিরোনামে একটি খবর প্রকাশ করেছে mobileonlinenews.com নামের একটি অনলাইন পোর্টাল। মূলত এটি একটি পুরনো খবর। গত ২৮ মার্চ ২০২১ তারিখে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় হেফাজতে ইসলাম ও পুলিশের মধ্যে একটি সংঘর্ষের ঘটনায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছিলেন। সারাদেশে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালনকালে সেদিন দুপুরে পুলিশের উপর হামলার পুরনো এই খবরটি নতুন করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

ফেসবুকে বিভিন্ন গ্রুপে নতুন করে প্রকাশিত পুরনো সংবাদটি শেয়ার হতে দেখা গেছে। এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।



গত ২৮ মার্চ ২০২১ তারিখে “আজমিরীগঞ্জে ওসিসহ ৫ পুলিশ আহত, গাড়ি ভাঙচুর” শিরোনামে প্রথম আলোর একটি সংবাদ সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ ২০২১ তারিখে সারাদেশে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালনকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় হেফাজতে ইসলাম ও পুলিশের মধ্যে একটি সংঘর্ষ ঘটেছিল। উক্ত সংঘর্ষে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছিলেন। এ সময় ওসির গাড়ি ভাঙচুর ও দুজন পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছিল হেফাজতের হরতাল-সমর্থকেরা। হামলায় আহত আজমিরীগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) পুনয়েল হাসচা, মজিবুর রহমান, নজিব উল্যাহ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

২৮ মার্চের ঘটনার অব্যবহিত পরে ওসি নূরুল ইসলাম বলেন, “আজ দুপুরে উপজেলার বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে কিছু লোক রাস্তা অবরোধ করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় অবরোধকারীদের সেরে যেতে অনুরোধ করলে পুলিশের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে অবরোধকারীরা মাইকে ঘোষণা দিয়ে ৭০০ থেকে ৮০০ লোক জড়ো করে পুলিশের ওপর হামলা চালায়। এ তাণ্ডব ঘণ্টাখানেক সময় নিয়ে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি রাবার বুলেট ছোড়ে। এ সময় ওসির গাড়ি ভাঙচুর করা হয় এবং এএসআই নিজাম উদ্দিনসহ দুজনের মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।“

সে সময়ে উক্ত ঘটনা নিয়ে সময় টিভি, জাগো নিউজ, আরটিভিসহ আরও বেশকিছু সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।


১৭ জুলাই তারিখে যে সংবাদটি প্রচার করা হচ্ছে, তা ২৮ মার্চের প্রতিবেদনের সাথে হুবহু মিলে যাচ্ছে। সঙ্গত কারণেই এটিকে কপি-পেস্ট প্রতিবেদন হিসেবে সনাক্ত করা যায়। পুরোনো খবর নতুন করে প্রচারের ফলে নানান বিভ্রান্তি ছড়াতে পারে বিধায় ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী খবরটি বিভ্রান্তিকর।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply