বিক্ষোভ মিছিলটি কুমিল্লার, তবে এক বছর আগের

Published on: October 14, 2021

সম্প্রতি “পবিত্র কুরআনুল কারিমের অবমাননা কারীদের উপর আল্লাহ্ গজব নাযিল করুন, লাঞ্ছিত করুন, কঠোর শাস্তি দিন, ধ্বংস করুন” শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ভিডিওটি ২০২০ সালে মহানবী (দঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলের। তবে নতুন করে ভিডিওটি ভাইরাল হলে অনেকেই তা কুমিল্লায় পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগের ঘটনা বলে ধারণা করছে যা বিভ্রান্তিকর।

“পবিত্র কুরআনুল কারিমের অবমাননা কারীদের উপর আল্লাহ্ গজব নাযিল করুন, লাঞ্ছিত করুন,কঠোর শাস্তি দিন, ধ্বংস করুন” শিরোনামে পোস্টগুলো দেখুন এখানে এখানে এখানে এখানে এখানে এখানে

 

 

 

 

 

 

 

তথ্য যাচাই

কুমিল্লা নগরীতে পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগে গত ১৩ অক্টোবর থেকে উত্তেজনা দেখা দেয়। নগরীর নানুয়ার দীঘিরপাড়ের একটি দুর্গাপূজার মণ্ডপ ঘিরে এ উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন এ নিয়ে নানুয়ার দীঘির পাড়ে বিক্ষোভ করে। ঠিক এমন সময় কুরআন শরিফ অবমাননাকারীদের ধিক্কার জানিয়ে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল হয়, যা ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে অনেকেই কুমিল্লার সাম্প্রতিক ঘটনার চিত্র বলে ধারণা করছেন।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে, ১ মিনিট ৪২ সেকেন্ডের এই ভিডিওটি প্রায় ১ বছর আগের ভিন্ন একটি ঘটনার। মূলত ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুমিল্লা মহানগরের হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বিক্ষোভ মিছিলটি করে। সংবাদমাধ্যম ‘কুমিল্লার কাগজ’ এর ইউটিউব চ্যানেলে ভিডিওটি ৩০ অক্টোবর ২০২০ সালে আপলোড করা হয়েছিল। দেখুন এখানে

 

কুমিল্লার পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগ ওঠার পর একই ভিডিও নতুন করে ভাইরাল হবার নমুনা

 

এছাড়া, ভাইরাল ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে কুরআন অবমাননাকারীদের কথা, যা ভিডিওর সাথে মানানসই নয়। কারণ উক্ত বিক্ষোভ মিছিলটি হয়েছিল মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে, কুরআন অবমাননা করার জন্যে নয়। ২০২০ সালের অক্টোবরে তখন সারা দেশ জুড়েই এ ধরণের বিক্ষোভ মিছিল দেয়া হয়েছিল। পড়ুন এখানে

ধারণা করা হচ্ছে, কুমিল্লার পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগ ওঠার পর পর উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ভিডিওটি নতুন করে ভাইরাল করা হয় যা উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর।

 

সাধারণ পাঠকের বিভ্রান্ত হবার নমুনা

 

 

 

সুতরাং, ক্যাপশনে কুরআন অবমাননার কথা লিখে শেয়ার করা ভিডিওটি প্রায় ১ বছর আগে ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের। কুমিল্লায় পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগের ঘটনার সাথে এর কোন সম্পৃক্ততা নেই। ফলে নতুন করে এর পুনঃপ্রকাশ ফ্যাক্টওয়াচের বিবেচনায় বিভ্রান্তিকর।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

 

 

Leave a Reply