Published on: November 21, 2023
![]() |
এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির সাথে উত্থাপিত দাবিটি সঠিক কিনা তা যাচাই করতে আমরা উক্ত ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করি। প্রাথমিক অনুসন্ধানে A Sports নামক একটি পাকিস্তানি স্পোর্টস চ্যানেলের ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়া গেছে। পরবর্তীতে উক্ত চ্যানেলটি ঘেঁটে ০৯ নভেম্বর ২০২২ এ প্রকাশিত একটি ভিডিও এর সন্ধান পাওয়া গেছে যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির বেশ মিল রয়েছে। “YESSS! We’re into the FINAL!!! It’s time for some Bhangra and why not!” শিরোনামের ঐ ভিডিওটিতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, মিসবাহ উল হক, এবং শোয়েব মালিককে আনন্দ-উল্লাস করতে দেখা যায়। উক্ত ভিডিওটির বিস্তারিত বর্ণনা পড়ে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান দল ফাইনালে যাওয়ায় দেশটির সাবেক ক্রিকেটাররা “ভাঙরা” নামক একটি লোকনৃত্যের স্টাইলে জয় উদযাপন করছেন। তাছাড়া, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির একটি অংশে ২০২২ এ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগোও দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। এই জয়কে উপলক্ষ করে দি প্যাভিলিয়ন নামক একটি অনুষ্ঠানে এসে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা আনন্দ-উল্লাস করেন। মূলত সেই অনুষ্ঠানের ভিডিওটির একটি অংশ সাম্প্রতিক সময়ে শেয়ার করে দাবি করা হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় পাকিস্তান সেটা নিয়ে উল্লাস করছে।
অতএব, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং প্রায় এক বছরের পুরানো একটি ভিডিও।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভারতের হারে পাকিস্তানের আনন্দ-উল্লাস – এই দাবি সংবলিত ভিডিওগুলোর দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
|