“গুগল ম্যাপে বাংলাদেশের মাটিতে স্পষ্ট আল্লাহর নাম” – বিভ্রান্তিকর

Published on: August 14, 2021

সম্প্রতি “গুগল ম্যাপে বাংলাদেশের মাটিতে স্পষ্ট আল্লাহর নাম” শিরোনামযুক্ত একটি খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি অনলাইন পোর্টাল থেকে, যেখানে দাবি করা হয়েছে “বাংলাদেশের বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত নাফাখুম ওয়াটার ফলস এর পাশে আল্লাহ তায়ালার নাম সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে যা গুগল ম্যাপে পাওয়া গিয়েছে।“ ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ভাইরাল খবরগুলোতে ব্যবহৃত ছবিটি বর্তমানে গুগল ম্যাপে উক্ত ঠিকানার স্যাটেলাইট ভিউর সাথে হুবহু মিলছে না। অতীতেও এরকম একটি খবর বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে। মানুষের মস্তিষ্কের একটা প্রবণতা হল, মানুষ এলোমেলো কিছু জিনিসের মধ্যে থেকে পরিচিত প্যাটার্ন খুঁজে বের করে। বাস্তবে এটি এক ধরণের মানসিক বিভ্রম যাকে মনোবিজ্ঞানে পরিভাষায় প্যারাইডোলিয়া (Pareidolia) বলে।

১০ থেকে ১২ আগস্ট ২০২১ তারিখে ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে উক্ত খবরটি শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।


উক্ত ভাইরাল খবরটিতে বলা হয়েছে, “বাংলাদেশের বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত নাফাখুম ওয়াটার ফলস যেটা বাংলাদেশ এ এখন বহু পরিচিত একটি জায়গা যেখানে প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ ট্যুরিস্ট যাচ্ছে দেখার জন্য তারি পাশে গুগল ম্যাপে পাওয়া গিয়েছে আল্লাহ তায়ালার নাম সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে নামটি”। কিন্তু ভাইরাল খবরগুলোতে ব্যবহৃত ছবিটি বর্তমানে গুগল ম্যাপে উক্ত ঠিকানার স্যাটেলাইট ভিউর সাথে হুবহু মিলছে না। বরং নাফাখুম জলপ্রপাতের কাছে আঁকাবাঁকা আকৃতির কিছু পাহাড় দেখা যাচ্ছে যা দেখতে কিছুটা আরবি হরফের মতন মনে হতে পারে। উল্লেখ্য যে, আবহাওয়া ও ঋতু-ভেদে পাহাড়ের চেহারা ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, খবরটি বেশ পুরনো। একই শিরোনাম ও লেখাযুক্ত খবরটি গতবছরের ডিসেম্বর ও এবছরের এপ্রিল মাসে ভাইরাল হয়েছিল।


আবার ২৬ অক্টোবর, ২০২০ তারিখে “Sultan Bdesh” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে “বাংলাদেশের ম্যাপে আল্লাহর নাম।“ শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল, যেখানে এক যুবক বিস্তারিত ব্যাখা করছেন কিভাবে গুগল ম্যাপের সাহায্যে বান্দরবনের নাফাখুম জলপ্রপাত এর কাছেই আল্লাহর নাম দেখা যাবে। যদিও তিনি ভিডিওটিতে সংশয় প্রকাশ করেছেন যে, এটা বাস্তবে নাও হতে পারে। তিনি বলেছেন,  “হয়তো এটি শুধু গুগল ম্যাপেই দেখা যাচ্ছে, বাস্তবে নাই”।

এর আগে দেশের বিভিন্ন জায়গায় ‘কোরবানির মাংসে আল্লাহ’র নাম’ শিরোনামে বিভিন্ন খবর এবং ছবি পাওয়া গিয়েছে। প্রাচীনকালের জ্যোতিষীরা আকাশের তারা দেখে দেখে সেগুলোর মধ্যে বাঘ, সিংহ, শেয়াল, ভাল্লুক, কাঁকড়া ইত্যাদি বিভিন্ন আকৃতির প্যাটার্ন খুঁজে বের করতেন। মানুষের মস্তিষ্কের একটা প্রবণতা হল, মানুষ এলোমেলো কিছু জিনিসের মধ্যে থেকে পরিচিত প্যাটার্ন খুঁজে বের করে। বাস্তবে এটি এক ধরণের মানসিক বিভ্রম যাকে মনোবিজ্ঞানে পরিভাষায় প্যারাইডোলিয়া (Pareidolia) বলে। এবিষয়ে ফ্যাক্টওয়াচের বিস্তারিত একটি লেখা পড়ুন এখানে।

যেহেতু বর্তমানে ভাইরাল হওয়া খবরটি বেশ পুরনো এবং খবরে ব্যবহৃত ছবিটি বর্তমানে গুগল ম্যাপে উক্ত ঠিকানার স্যাটেলাইট ভিউর সাথে হুবহু মিলছে না। তাই ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী খবরটি বিভ্রান্তিকর।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply