কলম্বিয়ার গায়িকা শাকিরা কি ভূপেন হাজারিকার গান গেয়েছেন?

Published on: February 24, 2022

সম্প্রতি ফেসবুকে “কলম্বিয়ার বিখ্যাত গায়িকা শাকিরা সম্প্রতি ভূপেন হাজারিকার বিশ্ব নন্দিত গান “গংগা (গঙ্গা) তুমি বইছো কেন” ইংরেজি, হিন্দি ও বাংলায় গেয়ে দুনিয়া মাত করে দিয়েছে!!” ক্যাপশনে ৭ মিনিট ২৫ সেকেন্ডের একটি পুরনো ভিডিও শেয়ার হয়েছে। মূলত গানটি শাকিরা নয়, পূরবী মুখোপাধ্যায় গেয়েছেন। মূল গানটি ভূপেন হাজারিকার “বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের” এবং পল রবসনের “ওল্ড ম্যান রিভার” এর একটি সমন্বয়।

সম্প্রতি উক্ত ক্যাপশনে শেয়ার হওয়া ভিডিওটি দেখুন এখানে, এখানে, এবং এখানে।


কী-ওয়ার্ড এর মাধ্যমে ইউটিউবে অনুসন্ধান করে দেখা যায়, গানটি কলম্বিয়ার গায়িকা শাকিরা নন, প্রখ্যাত শিল্পী পূরবী মুখোপাধ্যায় গেয়েছেন। ইউটিউবে ৯ মিনিট ৪২ সেকেন্ডের পুরো গানটি শুনুন এখানে। মুল গানটির প্রথম ২ মিনিট ১৯ সেকেন্ড অনুপস্থিত রয়েছে ভাইরাল ভিডিওটিতে।

“ওল্ড ম্যান রিভার” গানটি গেয়েছেন পল রবসন, সুর দিয়েছেন জেরোম কার্ন এবং লিখেছেন অস্কার হ্যামারস্টাইন। অন্যদিকে “বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের” গানটি গেয়েছেন ভূপেন হাজারিকা।

গানটির প্রথম চারটি লাইন হচ্ছে –

“বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের
হাহাকার শুনেও
নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি
গঙ্গা বইছো কেন”

সম্প্রতি ভুল ক্যাপশনে ভাইরাল হওয়া ভিডিওটি মূলত ভূপেন হাজারিকার “বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের” এবং পল রবসনের “ওল্ড ম্যান রিভার” এর যৌথ সংস্করণ।



Bengali Latest Hits
নামক ইউটিউব চ্যানেলটি উক্ত গানের বর্ণনায় গুজবের বিষয়টি পরিষ্কার করেছে।

২০১৭ এবং ২০১৯ সালেও উক্ত গানটি শাকিরা গেয়েছেন ক্যাপশনে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। এ বিষয়ে দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া টু’ডের দুটি প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে। 

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply