৬২.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল ব্রাজিলের “ফিলস লাইক” তাপমাত্রা

Published on: March 21, 2024

যা দাবি করা হচ্ছেঃ গত ১৭ মার্চ ব্রাজিলের রিও ডি জেনেরিওতে রেকর্ড তাপমাত্রা ছিল ৬২.৩ ডিগ্রি সেলসিয়াস।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ দাবিটি বিভ্রান্তিকর। গত ১৭ মার্চ রিও ডি জেনেরিওতে রেকর্ড তাপমাত্রা ৬২.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল না। বরং, সেখানে প্রকৃত তাপমাত্রা ৪২ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। আর্দ্রতা বিবেচনা করে তাপমাত্রা কেমন অনুভূত হয় তা পরিমাপ করার সূচক হচ্ছে হিট ইনডেক্স। দেশটির আবহাওয়া দফতরের তথ্য মতে, সেদিনের ফিলস লাইক টেম্পারেচার বা হিট ইনডেক্স ৬২.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল যা ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হচ্ছে ৬২.৩ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ব্রাজিলের রেকর্ড তাপমাত্রা, এবং এই তথ্যের উৎস হিসেবে আল জাজিরার নাম ব্যবহার করা হয়েছে। তাই এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই আল জাজিরার অফিসিয়াল ওয়েবসাইটে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে সেখানে গত ১৮ মার্চ প্রকাশিত “হিট ইনডেক্স ৬২.৩ ডিগ্রি সেলসিয়াস ব্রাজিলের রিও ডি  জেনেরিওকে পুড়িয়ে দিয়েছে” (অনুবাদিত) শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৭ মার্চের রিও ডি  জেনেরিওর হিট ইনডেক্স ৬২.৩ ডিগ্রী সেলসিয়াস ছিল যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। সেই দিনের প্রকৃত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রী সেলসিয়াস। এই প্রতিবেদনে আর্দ্রতা বিবেচনা করে তাপমাত্রা কেমন অনুভূত হয় তার সূচককে  ‘হিট ইনডেক্স’ বলা হয়েছে। যার মানে দাঁড়ায়, এই হিট ইনডেক্স প্রকৃত তাপমাত্রা নয়।

অন্যদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোর সাথে যুক্ত বিস্তারিত অংশে এ ব্যাপারে উল্লেখ থাকলেও শিরোনামে হিট ইনডেক্সকে ব্রাজিলের সর্বোচ্চ  প্রকৃত তাপমাত্রার রেকর্ড বলে প্রচার করা হচ্ছে। কিন্তু, বাস্তবে ব্রাজিলে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ৪৪.৮ ডিগ্রী সেলসিয়াস, যা ১৭ মার্চের দেশটির প্রকৃত সর্বোচ্চ তাপমাত্রার থেকে বেশি। ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসের আরাকুয়াই শহরে ২০২৩ সালের ১৯ নভেম্বর এই উষ্ণতম তাপমাত্রার রেকর্ডটি করা হয়েছিল। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

যেহেতু, গত ১৭ মার্চ ব্রাজিলের প্রকৃত তাপমাত্রা  ৬২.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল না, তাই ভাইরাল হওয়া পোস্টগুলোর শিরোনামকে ফ্যাক্টওয়াচ “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh