সালমান খান কি খালেদা জিয়ার ছবি এঁকেছেন?

Published on: March 20, 2022

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে , ভারতের বলিউড তারকা সালমান খান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি ছবি এঁকে প্রদর্শন করছেন। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ভিডিওটি ভূয়া।

গুজবের উৎস

২০২০ সালের ৫ই অক্টোবর লন্ডন মহানগর বিএনপি পেজ থেকে একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে সালমান খান বেগম খালেদা জিয়ার ছবি এঁকেছেন। আর ভিডিওর ক্যাপশনে লেখা ছিলো “সালমান খান তোমাকে সেলুট”।

একই সালের ১০ই অক্টোবর Hridoy Ahmed Omi নামক ফেসবুক আইডি থেকেও একই ক্যাপশন ব্যবহার করে একই ভিডিও পোস্ট করা হয়। ভিডিও দুইটি অনেক বেশি রিয়াক্ট, কমেন্ট  শেয়ার এবং ভিউ হয়।

এর আগে একই সালের ৩০ শে সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি চাই নামক ফেসবুক পেজ থেকেও একই ভিডিও একই ক্যাপশন ব্যবহার করে পোস্ট করা হয়।

ভিডিও গুলোতে সালমান খান খালেদা জিয়ার ছবি স্কেচ করেছেন এমন ভাবে উপস্থাপন করা হয়েছে।

এমন আরো কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে

ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধান

ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে এটি একটি এডিটিং করা ভিডিও। সালমান খানের আর্ট করা ভিডিওটি এডিট করে অনেকে নিজের ছবি আর্টের করা ছবির জায়গায় লাগিয়ে নিচ্ছে। ইন্টারনেট থেকে পাওয়া এমনই কিছু ছবি দেখুন এখানে, এখানে, এখানে,এখানে, এখানে।

সালমান খান ছবি আঁকতে পছন্দ করেন। করোনার ঘরবন্দী থাকার সময়ে তিনি ছবি এঁকে সময় কাটাচ্ছিলেন বলে জানা গেছে।

২০২০ সালের ১৯শে মার্চ সালমান খান তার ভেরিফাইড ইন্সটাগ্রাম আইডি থেকে একটা ছবির ভিডিও প্রকাশ করেন। ভিডিওটা ফেসবুকে পোস্ট করা ভিডিওর সাথে মিলে যাচ্ছে। তবে সালমান খানের পোস্ট করা ভিডিওটিতে বেগম খালেদা জিয়ার ছবি আঁকা হয়নি। এ থেকে বোঝা যাচ্ছে ফেসবুকে প্রকাশিত ভিডিওটি আসল ভিডিও থেকে এডিটিং করে বানানো হয়েছে।

তাছাড়া Spotboy নামক একটি বিনোদন সংবাদভিত্তিক ওয়েবসাইট থেকেও সালমান খানের স্কেচের ব্যাপারে নিউজ করা হয়েছে। নিউজ দেখুন এখানে।

ভিডিওটি এডিটিং করে  সত্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করায় ফ্যাক্ট ওয়াচ এটিকে একটি মিথ্যা ভিডিও হিসেবে সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply