কয়েকটি শর্তে সৌদি আরবের নাগরিক হওয়ার সুযোগ – দাবিটি বিভ্রান্তিকর 

Published on: April 2, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে যে, কয়েকটি শর্ত পূরণ করলেই সৌদি আরবের নাগরিক হওয়ার সুযোগ রয়েছে এবং শর্তগুলো হচ্ছে: নাগরিকত্ব প্রার্থনাকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে, আরবি ভাষায় অনর্গল কথা বলার যোগ্যতা থাকতে হবে, আচার-আচরণ ভালো হতে হবে, এবং ছয় মাসের বেশি কারাদন্ডে দণ্ডিত হতে পারবে না। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে যে, সৌদি আরবের নাগরিকত্ব প্রদানের পদ্ধতি এর “অনুচ্ছেদ আট” অনুযায়ী উক্ত শর্তগুলো তখনই কেবল প্রযোজ্য হবে যখন একজন নাগরিকত্ব প্রার্থনাকারী ব্যক্তির মাতা একজন সৌদি নারী হবেন এবং পিতা একজন বিদেশী হবেন। তাছাড়া, এক্সিকিউটিভ রেগুলেশন অব সৌদি সিটিজেনশিপ সিস্টেম এর “অনুচ্ছেদ ২৮” এর নতুন সংশোধনী অনুযায়ী নাগরিকত্ব প্রদানের পদ্ধতি এর “অনুচ্ছেদ আট” অনুসারে কাউকে নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নেবেন সৌদি আরবের প্রধানমন্ত্রী। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টটির দাবিকে “বিভ্রান্তিকর ” বলে সাব্যস্ত করছে।

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টটিতে সৌদি আরবের নাগরিকত্ব অর্জনের শর্তগুলোর সত্যতা যাচাই করতে আমরা বিভিন্ন প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করি এবং বেশকিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদ খুঁজে পাই। উক্ত সংবাদগুলো পড়ে আমরা জানতে পেরেছি যে, ২০২৩ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীর একটি প্রস্তাবনার উপর ভিত্তি করে এক্সিকিউটিভ রেগুলেশন অব সৌদি সিটিজেনশিপ সিস্টেম এর “অনুচ্ছেদ ২৮” এ একটি সংশোধনী আনা হয় এবং উক্ত সংশোধনী অনুযায়ী সৌদি আরবের নাগরিকত্ব প্রদানের পদ্ধতি এর “অনুচ্ছেদ আট” অনুসারে আবেদনের ভিত্তিতে নতুন কাউকে নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নিবেন দেশটির প্রধানমন্ত্রী। নতুন সংশোধনীটির পূর্বে স্বরাষ্ট্রমন্ত্রীই কাউকে নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নিতেন। পড়ুন দি সিয়াসত ডেইলি, আল রিয়াদ, গালফ নিউজ, মিডল ইস্ট মনিটর, এবং মিডল ইস্ট আই এর সংবাদ।

 

সৌদি আরবের নাগরিকত্ব প্রদানের পদ্ধতি এর “অনুচ্ছেদ আট” এ কি বলা হয়েছে?

সৌদি অ্যারাবিয়ান সিটিজেনশিপ সিস্টেম এর আট নং অনুচ্ছেদে বলা হয়েছে, সৌদি আরবের ভিতরে বা বারে জন্মগ্রহণকারী কোন ব্যক্তির মাতা যদি সৌদি নারী হন এবং পিতা বিদেশী হন তাহলে ঐ ব্যক্তি সৌদি আরবের নাগরিকত্ব পেতে পারেন যদি তিনি নিম্নোক্ত শর্তগুলো পূরণ করেন:

(১) তাদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে,

(২) তাদেরকে আরবি ভাষায় অনর্গল কথা বলা পারতে হবে,

(৩) তাদের আচার ও আচরণ ভালো হতে হবে, এবং

(৪) তাদের কেউ ছয়মাসের বেশি কারাদন্ডে দন্ডিত হতে পারবে না। দেখুন এখানে

 

তাছাড়া, আট নং অনুচ্ছেদে আরও বলা হয়েছে যে কোন বিদেশী ব্যক্তি যদি সৌদি আরবের নাগরিকত্বের জন্য আবেদন করতে চান তাহলে তাকে নিম্নোক্ত শর্তগুলো বিবেচনা করে দেখতে হবে:

(১) দেশটির অভ্যন্তরে বিরতিহীনভাবে সর্বনিম্ন পাঁচ বছর বসবাসের জন্য তার পারমানেন্ট রেসিডেন্ট পারমিট  বা ইকামা (Iqama) থাকতে হবে,

(২) তার ব্যবহার ভালো হতে হবে,

(৩) কখনও ফৌজদারি মামলায় সাজা পাননি বা ছয়মাসের অধিক কারাদণ্ডে দন্ডিত হননি, এবং

(৪) তার আয়ের বৈধতা থাকতে হবে। দেখুন এখানে

উল্লেখ্য, যারা সৌদি আরবের বর্তমান নাগরিক তারা মোট পাঁচটি উপায়ে নাগরিকত্ব পেয়েছেন। যেমন: (১) আসল সৌদি, (২) জন্মসূত্রে নাগরিক, (৩) সৌদি বংশোদ্ভূত, (৪) বিবাহসূ্ত্রে নাগরিক, এবং (৫) বিদেশী কাউকে নাগরিকত্ব অর্পণ এর মাধ্যমে। দেখুন এখানে

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টটিতে সৌদি নাগরিকত্ব পাওয়ার সুযোগ হিসেবে যে শর্তগুলোর কথা বলা হয়েছে তা আসলে তখনই প্রযোজ্য হবে যখন একজন ব্যক্তি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার অর্জন করবে। এখানে “জন্মসূত্রে” বলতে সৌদি আইনে বোঝায়, আবেদনকারী ব্যক্তির মাতা সৌদি হবেন এবং পিতা বিদেশী হবেন। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh