ফ্রিল্যান্সার নারীর ছবি ব্যবহার করে ভূয়া বিয়ের প্রলোভন

Published on: June 2, 2022

নিজেকে ইতালি প্রবাসী পাইলট দাবী করে বাংলাদেশী ছেলে বিয়ে করে ইতালী নিতে চাইছেন এক নারী – এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে । অনুসন্ধানে দেখা যাচ্ছে, বাংলাদেশের ফ্রিলান্সার মারজান আহমেদ-এর ছবি ব্যবহার করে এমন দাবি করা হচ্ছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে মারজান আহমেদ এর প্রতিবাদ জানিয়েছেন।

গুজবের উৎস

ভাইরাল হওয়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

এসব পোস্টের ক্যাপশনে বলা হয়,

আমি শান্তা ইতালিতে থাকি

আমি একজন পাইলট 

পারিবারিক ভাবে  বিয়ে করব বাংলাদেশি কোন ছেলে

কেউ থাকলে মেসেজ দিন

বিয়ের পর স্বামীকে নিয়ে ইতালি চলে আসব।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

 

এই পোস্টে ব্যবহৃত ছবি  রিভার্স ইমেজ সার্চ করা হলে  Freelancer নামক ওয়েবসাইটে Marjan A এর প্রফাইলে এই ছবিটি পাওয়া যায় ।

এখানে তিনি নিজেকে ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে পরিচয় দিয়েছেন।

ইন্সট্রাগ্রামে Marjan Ahmed  এবং ইউটিউবেও তাকে অতি সক্রিয় দেখা যাচ্ছে।

ইন্সটাগ্রামে টপ ফ্রিল্যান্সার এবং এন্টারপ্রেনিওর (উদ্যোক্তা)  পরিচয়ের পাশাপাশি তিনি নিজেকে  ট্রেইনি পাইলট হিসেবেও উল্লেখ করেছেন।

ডয়েচে ভেলে’র এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, যশোরের এমএম কলেজের ইংরেজি সাহিত্যের ছাত্রী মারজান৷ কম্পিউটারের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই৷ তাই অষ্টম শ্রেণিতে থাকতেই কম্পিউটারের উপর প্রথম প্রশিক্ষণ নেন তিনি৷ এরপর মাধ্যমিকের পর করেন ডিপ্লোমা৷ ডিজাইনিং এর প্রতি আগ্রহ থাকার কারণে এই বিষয়টা ভালভাবে শেখার চেষ্টা করেছেন৷ আর ইন্টারনেটে সময় কাটাতে গিয়েই ফ্রিল্যান্সিং সম্পর্কে তাঁর জানাশোনা৷ সেখান থেকেই শুরু৷ এখন প্রতিমাসে তাঁর গড় আয় ছাড়িয়ে গেছে লক্ষাধিক টাকা৷ মারজান কাজ করেন ফ্রিল্যান্সিং সাইট ‘ওডেস্ক’ আর ‘ফ্রিল্যান্সার’এ৷ শুরু করেছিলেন ডাটা এন্ট্রি দিয়ে৷ এরপর ডিজাইনিং, প্রবন্ধ লেখা এসব কাজও করেছেন৷

দৈনিক যুগান্তরে গত ১৯শে মে ২০১৯ তারিখে প্রকাশিত এই সাক্ষাৎকারে থেকে জানা যায়, মারজান আহমেদ ইতিমধ্যে বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান রয়েছে। স্বামী-সন্তান সহ একটি পারিবারিক ছবিও প্রকাশিত হয়েছিল দৈনিক যুগান্তরে।

এমতাবস্থায়, তার ছবি ব্যবহার করে বিয়ে করা এবং ইতালি চলে যাওয়ার প্রলোভন দেখিয়ে ফেসবুকে ভাইরাল পোস্ট স্পষ্টতই বিব্রতকর।

মারজান আহমেদ তার আনভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে একাধিক স্ট্যাটাসের মাধ্যমে এসব পোস্ট ভাইরাল হওয়ার কারণে বিরক্তি প্রকাশ করেছেন।


সুতরাং পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে, মারজান আহমেদের ছবি ব্যবহার করে উপরোক্ত যেসব দাবি করা হচ্ছে সেগুলো ভিত্তিহীন। ফলে ফ্যাক্টওয়াচ এটিকে মিথ্যা সাব্যস্ত করেছে।

আরো পড়তে পারেন-

অস্ট্রেলিয়ান নারী বিয়ে করার জন্য বাংলাদেশী স্বামী খুঁজছেন – ভূয়া দাবি

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply