গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলিম তরুণীর মুখ সেলাই করে দেয়া হয় নি

Published on: October 14, 2022

দুই ঠোঁট সেলাই করে করে দেওয়া এক তরুণীর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে বলা হচ্ছে, ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে এই মুসলিম বোনটির মুখ সেলাই করে দিয়েছে হিন্দু সম্প্রদায়! তবে সাম্প্রতিক সময়ে বা অতীতে কখনো এ ধরনের মুখ সেলাই করে অত্যাচার করার কোনো খবর গণমাধ্যমে খুজে পাওয়া গেল না। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেল এটি মূলত একজন মেকআপ শিল্পীর ছবি এবং কমপক্ষে ২০১৩ সাল থেকে এটি অনলাইনে আছে। পুরনো এবং ভিন্ন প্রেক্ষাপটের একটি ছবিকে এহেন উস্কানিমূলকভাবে ব্যবহার করায় ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ : এই নিবন্ধে বেশ কিছু বীভৎস মুখের ছবি সংযোজন করা হয়েছে। সংবেদনশীল পাঠকদের এই নিবন্ধটি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হল। 

গুজবের উৎস

২০১৬ সালের ১৮ই মার্চ মারুফ হাসান নামের এই ফেসবুক একাউন্ট থেকে উক্ত ছবিটা প্রথমবারের মত এরকম সাম্প্রদায়িক দাবি নিয়ে পোস্ট করা হয়েছিল বলে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে।

পরবর্তী বিভিন্ন সময়ে অনেকেই এই ছবি পুনরায় পোস্ট করেন। যেমন দেখুন – এখানে , এখানে ,এখানে , এখানে , এখানে , এখানে



ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

আলোচ্য পোস্টে তরুণীর নাম, ঠিকানা কিংবা তার পরিচিতিজ্ঞাপক কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি ভারতের কোন এলাকায় কবে এই ঘটনা ঘটেছে, তাও বলা হয়নি ।

ছবিটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, ২০১৩ সালে বেশ কয়েকটি ওয়েবসাইটে এই ছবিটি ছড়িয়ে পড়েছিল। সে সময় জনৈক স্পেশাল ইফেক্ট মেকআপ আর্টিস্ট এর কাজ হিসেবেই অনলাইনে এই ছবিগুলো আপলোড করা হয়েছিল। যেমন দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

tumblrpics এর এই পাতায় ক্যাপশন সহ বেশ কিছু ছবির একটি সিরিজ পাওয়া গেল। মূল মেক আপ আর্টিস্ট এর নাম পাওয়া গেল না। তবে এখানে ভাষ্যকার বলছেন, ২ বছর আগে আমি একজন স্পেশাল ইফেক্ট মেকআপ আর্টিস্ট হওয়ার পরিকল্পনা করেছিলাম। এরপর আমি অল্প অল্প করে কাটা-ছেড়া শুরু করি। অনলাইন টিউটোরিয়ালগুলো আমাকে হেল্প করত। আমি খুব সাধারণ মেক আপ দিয়েই কাজ চালিয়ে যেতাম । [ঠোঁটে সেলাই এর] এই ছবিটা ২০১১ এর হ্যালুইনে তোলা। (তবে এই তরুণীর মূল নাম জানা সম্ভব হয়নি)

এই ধরনের মেক আপ একেবারে আনকমন নয়। ইউটিউবে অনেক মেক আপ আর্টিস্টকেই দেখা যায় এভাবে মুখে সেলাই এর মেক আপ করার কলাকৌশল দেখাতে। (যেমন-এখানে) সাধারণত ছোট ছোট সুতা ঠোটের দুই পাশে গ্লু দিয়ে কিছু সময়ের জন্য আটকে রাখা হয় এবং রঙ দিয়ে রক্তের আবহ তৈরি করা হয়। সুতাগুলো চামড়া ভেদ করে ঠোটের অপর পারে পৌছায় না।

তবে কয়েক বছর আগে অনুরুপ আরেকটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে দাবি করা হচ্ছিল,  ইসলামের কথা বলার জন্য তার মুখে সেলাই করে দিয়েছে ,ভারত । তবে ভারতীয় ফ্যাক্ট চেকিং সংস্থা নিউজচেকার দেখিয়েছে, এটি জাপানের এক্সট্রিম বডি মডিফিকেশন আর্ট এর ছবি, ভারতীয় কোনো তরুণীর ছবি নয়।

সার্বিক বিবেচনায়, গরুর মাংস খাওয়ার কারণে মুখ সেলাই করে দেওয়ার অভিযোগের এই পোস্টটিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh