মেট্রোরেলের এই ছবিটি ঢাকার নয়

Published on: February 22, 2024

সম্প্রতি সামাজিক মাধ্যমে আলিঙ্গনরত অবস্থায় মেট্রো রেলে দাঁড়িয়ে থাকা দুজন তরুণ-তরুণীর ছবি শেয়ার হতে দেখা গেছে, যা দেখে অনেকেই ভাবছেন যে এটি ঢাকার মেট্রো রেলের ভেতর ধারণ করা হয়েছে। তবে আলোচিত ছবিটির উৎস অনুসন্ধান করে দেখা গেছে যে, এটি ভারতের একটি মেট্রো রেলের ভেতরকার ছবি। তাছাড়া, আলোচিত ছবিটিতে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের গৃহীত “Azadi Ka Amrit Mahotsav” উদ্যোগের একটি লোগো লক্ষ্য করা গেছে, যা থেকে বুঝা যাচ্ছে এটি ভারতের একটি ছবি। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সাামজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটি ঢাকার মেট্রো রেলের কিনা তা যাচাই করতে আমরা উক্ত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করেছি। আমাদের অনুসন্ধানে “তিলোত্তমা kolkata” নামক ফেসবুক পেজ থেকে একটি ছবি খুঁজে পাওয়া গেছে, যার সাথে আলোচিত ছবিটির বেশ মিল রয়েছে। পরে উক্ত ফেসবুক পেজটির বিস্তারিত বর্ণনা অংশ থেকে জানা গেছে যে, এটি ভারত থেকে পরিচালনা করা হয়। তাছাড়া, আমাদের আলোচিত ছবিতে মেট্রো রেলের ভেতর ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশটির সরকার কর্তৃক গৃহীত “Azadi Ka Amrit Mahotsav” উদ্যোগটির একটি লোগো দৃষ্টিগোচর হয়েছে। উল্লেখ্য, ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে গত ১২ মার্চ ২০২১ এ ৭৫ সপ্তাহের একটি কাউন্টডাউন শুরু হয়ে ১৫ আগস্ট ২০২৩ এ শেষ হয়। অর্থাৎ, এই পুরো সময়টাতে ভারত জুড়ে “Azadi Ka Amrit Mahotsav” এর প্রচারণা চালানো হয় এবং এর ফলে বিভিন্ন জনপরিবহনে উদ্যোগটির লোগো দৃষ্টিগোচর হওয়া অস্বাভাবিক নয়। 

অন্যদিকে, ঢাকার মেট্রো রেল এবং কলকাতার মেট্রো রেলের ভেতরের ছবি খুঁজে দেখা গেছে যে, তাদের মাঝে কোন মিল নেই। কলকাতার মেট্রোর মেঝের রঙ লাল এবং ঢাকার মেট্রোর মেঝেতে বিশেষ কোন রঙ লক্ষ্য করা যায়নি। তাছাড়া, ইন্টারনেট থেকে প্রাপ্ত কলকাতার মেট্রোর ভেতরের একটি ছবিতে “Azadi Ka Amrit Mahotsav” উদ্যোগটির একটি লোগো দৃষ্টিগোচর হয়েছে।

Interior design of the Kolkata Metro (Left), Dhaka Metro (Right)

অতএব, উপরের আলোচনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত দুজন তরুণ-তরুণীর আলিঙ্গনরত ছবিটি ঢাকার মেট্রো রেলের ভেতর তোলা হয়নি। বরং সেটি ভারতের কলকাতার একটি মেট্রো রেলের ভেতর তোলা হয়েছিল।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh