Published on: November 9, 2023
![]() |
গুজবের উৎস:
৭ নভেম্বর থেকে ফটোকার্ডটি ফেসবুকে পাওয়া যাচ্ছে। দেখুন এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান:
উক্ত ফটোকার্ডে দাবি করা হয়েছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা তীব্র অবসাদ ও মানসিক রোগে ভুগছেন।
আজকের পত্রিকার ওয়েবসাইট এবং অফিশিয়াল ফেসবুক পেইজে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায় নি। এছাড়া মূলধারার গণমাধ্যমেও রুমিন ফারহানার অসুস্থতার দাবি সপক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি।
এ ফটোকার্ডে যে প্রেসক্রিপশনের ছবি সংযুক্ত করা হয়েছে সেটি একাধিক ফেসবুক প্রোফাইল থেকে আলাদাভাবে পোস্ট করতে দেখা যায় (এখানে, এখানে)।
ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাবের রিপোর্ট থেকে জানা যাচ্ছে প্রেসক্রিপশনে উল্লেখিত স্কয়ার হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. বিগ্রেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন এ প্রেসক্রিপশনটি তার নয় এবং ভুয়া।
তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ ছবিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
|