এসএসসি পরীক্ষা ২০২৪ রুটিনটি বিকৃত

Published on: December 11, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৪ এর একটি রুটিন ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে, উক্ত রুটিনটি ২০২৪ এর এসএসসি পরীক্ষার নয়৷ বরং এসএসসি ২০২৩ এর রুটিনকে বিকৃত করে তারিখ পরিবর্তন করে এটি বানানো হয়েছে। এসএসসি পরীক্ষা ২০২৩ এর রুটিনের স্মারক নাম্বারের (আশিবো/প্রশা/২০১০/২১) সাথে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এসএসসি পরীক্ষা ২০২৪ এর রুটিনের স্মারক নাম্বারের মিল রয়েছে, যা সাধারণত ঘটে না। তাছাড়া, ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এসএসসি পরীক্ষা ২০২৪ এর রুটিন খুঁজে পাওয়া যায়নি। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এসএসসি পরীক্ষা ২০২৪ এর রুটিনের ছবিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

ভাইরাল হওয়া এসএসসি পরীক্ষা ২০২৪ এর রুটিন।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এসএসসি পরীক্ষা ২০২৪ এর রুটিনটি সঠিক কিনা তা যাচাই করতে আমরা প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনুসন্ধান করি। শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি পরীক্ষা ২০২৪ এর কোন রুটিন খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে আমাদের পর্যবেক্ষণে ভাইরাল হওয়া রুটিনটির স্মারক নাম্বারের (আশিবো/প্রশা/২০১০/২১) সাথে এসএসসি পরীক্ষা ২০২৩ এর রুটিনের স্মারক নাম্বারের (আশিবো/প্রশা/২০১০/২১) মিল পাওয়া গেছে, যা সাধারণত ঘটে না। এই বিষয়টি নিশ্চিত হতে আমরা এসএসসি পরীক্ষা ২০২২ এবং এসএসসি পরীক্ষা ২০২১ এর রুটিনটি খুঁজে বের করি, যার স্মারক নাম্বার যথাক্রমে – আশিবো/প্রশা/২০১০/৫৫ এবং আশিবো/প্রশা/২০১০/৯২।

এসএসসি পরীক্ষা ২০২৪ এবং ২০২৩ এর রুটিনের অভিন্ন স্মারক নাম্বার, যা সাধারণত ঘটে না।

 

তাছাড়া, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া রুটিনটির প্রকাশের তারিখ হিসেবে লেখা রয়েছে ০৯ নভেম্বর ২০২৪। অথচ, পরীক্ষা শুরু হওয়ার তারিখ দেয়া হয়েছে ১১ ফেব্রুয়ারি ২০২৪। অর্থাৎ, রুটিন প্রকাশ হওয়ার নয় মাস আগেই পরীক্ষা শুরু হয়ে গেছে! তারিখের এমন দ্বন্দ্ব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এসএসসি পরীক্ষা ২০২৪ এর রুটিনটি সঠিক নয়।

পরীক্ষা শুরু হওয়ার দশ মাস পর রুটিন প্রকাশিত হয়েছে!

 

এছাড়াও, ভাইরাল হওয়া এসএসসি পরীক্ষা ২০২৪ এর রুটিনটি যে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যু বা প্রকাশিত হয়নি এবং সময়সূচি চূড়ান্ত হলে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও জাতীয় পত্রিকাগুলোর মাধ্যমে জানা যাবে – এই মর্মে একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

ঢাকা বোর্ড কর্তৃক প্রকাশিত জরুরী বিজ্ঞপ্তি।

 

প্রথম আলো, কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা পোস্ট, সময়ের কন্ঠস্বর প্রভৃতি সংবাদমাধ্যমগুলোতে এই মর্মে সংবাদ প্রকাশ করেছে যে, ফেসবুকে ছড়িয়ে পড়া এসএসসি পরীক্ষা ২০২৪ এর রুটিনটি ভুয়া এবং কবে থেকে পরীক্ষা শুরু হবে তা এখনও ঘোষণা করেনি ঢাকা শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ শুরু হওয়ার সম্ভাব্য সময় হিসেবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের কথা বলা হয়েছে। দেখুন এখানে। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এসএসসি পরীক্ষা ২০২৪ এর রুটিনের ছবিটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh