রিয়েলিটি শো-তে ভারতীয় শিশুর কোরআন তেলাওয়াতের ভিডিওটি বিকৃত

Published on: February 29, 2024

সম্প্রতি ফেসবুকে এক শিশুর কোরআন তেলাওয়াতের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ভারতের এই শিশুটির মা কোরআন মুখস্ত করে শিশুটির জন্ম দেওয়ায় সামনে কোরআন শরীফ রাখলেই শিশুটি তা তেলাওয়াত শুরু করে দেয়। পুরো ভিডিও থেকে প্রতীয়মান হয় যে ভারতীয় কোনো রিয়েলিটি শো-তে এসে শিশুটি এই “অলৌকিক” ঘটনা প্রদর্শন করায় বিচারকের আসনে বসা ভারতীয় শিল্পীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি একটি বিনোদনমূলক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে যারা প্যারোডি হিসেবে ভিজুয়াল ইফেক্ট দিয়ে এবং বিভিন্ন ভিডিও ক্লিপ সংযুক্ত করে মজার ছলে নিয়মিত এ ধরনের ভিডিও বানিয়ে থাকে। এছাড়া পোস্টের ক্যাপশনটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে। 

গুজবের উৎস

চলতি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে এ ভিডিওটি ফেসবুকে ভাইরাল হতে থাকে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ভাইরাল ভিডিওতে শিশুটির মাইক্রোফোনের সামনে ঠোঁটের নাড়াচাড়া থেকে প্রতীয়মান হয় যে, শিশুটি কোরআন তেলাওয়াত করছে না, বরং শিশুসুলভ স্বভাবে মাইক্রোফোন মুখের ভেতর ঢোকানোর চেষ্টা করছে। ভিজুয়াল ইফেক্টের সাহায্যে শিশুটির ব্যাকগ্রাউন্ড একটি রিয়েলিটি শো-এর ব্যাকগ্রাউন্ডের আদলে তৈরি করা হয়েছে এবং ভিন্ন একটি কোরআন তেলাওয়াতের অডিও এতে সংযুক্ত করা হয়েছে। 

ভিডিওটির বিভিন্ন ফ্রেম নিয়ে ইন্টারনেটে রিভার্স ইমেজ সার্চ করে আমরা ভিডিওটির মূল উৎস খুঁজে পেতে সক্ষম হই। দেখা যাচ্ছে, Andi Sundaisme নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ২০২৩ সালের ৬ ডিসেম্বর এই ভিডিও সর্বপ্রথম আপলোড করা হয়েছিলো। ভিডিওর বিবরণীতে একে প্যারোডি বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এ ভিডিওটি সম্পূর্ণ বিনোদনমূলক উদ্দেশ্যে তৈরি। 

চ্যানেলটি ঘুরে দেখা যাচ্ছে একই কনসেপ্টে (সুপারস্টার সিঙ্গার, ইন্ডিয়ান আইডলসহ বিভিন্ন প্রতিযোগিতায় একজন শিশু কোরআন তেলাওয়াত করছে এবং বিচারকরা আবেগাপ্লুত হয়ে পড়ছেন) তাদের অসংখ্য ভিডিও রয়েছে। 

কিছু কিছু ভিডিওতে এটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি বলে তারা সতর্কতামূলক বাণীও দিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায় শিশুটির কোরআন তেলাওয়াত শুনে বিচারকের আসনে থাকা বলিউড নায়ক অক্ষয় কুমার আবেগাপ্লুত হয়ে চোখের জল মুছছেন। ইউটিউবে সুপারস্টার সিঙ্গার নামক প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো তে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়, সেখানে মূলত মণি নামক একজন শিশু কণ্ঠশিল্পীর গান শুনে তিনি মুগ্ধ হন।  

ভাইরাল ভিডিওর দৃশ্য
মূল অনুষ্ঠানের দৃশ্য
মূল অনুষ্ঠানের দৃশ্য

ভাইরাল ভিডিওতে অক্ষয় কুমার ছাড়াও বিচারক হিমেশ রেশামিয়া এবং নেহা কক্করকে আবেগাপ্লুত হতে দেখা যায়। এর মূল অনুষ্ঠানটি ইন্ডিয়ান আইডলের একটি এপিসোড যা ইউটিউবে পাওয়া যাচ্ছে। সেখানে প্রাপ্তবয়স্ক দুজন প্রতিযোগীকে পারফর্ম করতে দেখা যায়। 

ভাইরাল ভিডিওর দৃশ্য
মূল অনুষ্ঠানের দৃশ্য
মূল অনুষ্ঠানের দৃশ্য

স্পষ্টতই এটি একটি বানানো ভিডিও এবং এর ক্যাপশনও সম্পূর্ণ মনগড়া। তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” সাব্যস্ত করছে। 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh