চাঁদ ও শুক্রের বিরল গ্রহণ নিয়ে বিভ্রান্তিকর দাবি

Published on: March 25, 2023

চাঁদ এবং শুক্র গ্রহের বিরল সমাবেশ কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে। কেউ কেউ দাবি করছেন, মহানবী (সা) চৌদ্দশ বছর আগে চাঁদের নিচে তারা থাকবে এমন ভবিষ্যৎবাণী করেছেন এবং এটা কিয়ামতের একটি লক্ষণ । তবে মহানবীর (সা) এরকম কোনো বক্তব্য দিয়েছেন এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় নি। কোনো কোনো পোস্টে “সহিহুল জামে আস সাগীর” নামক একটি হাদিস গ্রন্থের রেফারেন্স দেয়া হয়েছে। সেখানে গিয়ে রেফারেন্স দেয়া নির্দিষ্ট ক্রমিকের হাদিসে কেয়ামত বা চাঁদ-সম্পর্কিত কোনো বর্ণনা পাওয়া যায় নি। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিগুলোকে ‘বিভ্রান্তিকর’ সাব্যস্ত করছে।

গুজবের উৎস

শুক্রবার সন্ধ্যায় পরিষ্কার আকাশে অনেকেই  লুনার অকাল্টেশন পরবর্তী চাঁদ এবং শুক্রকে খুব কাছাকাছি দেখতে পান। এই ঘটনার ছবি তুলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এর পরপরই এর সাথে কেয়ামতের আলামতকে সম্পৃক্ত করে আলোচ্য পোস্টগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

Nondinir Boson/নন্দিনীর বসন Premium by Bushra নামক পেজ থেকে প্রকাশিত এই পোস্টে বলা হয়েছে, চৌদ্দশ বছর আগে রাসূল সাল্লাহু সাল্লাম বলেছেন কিয়ামতের আগে প্রথম রোজা হবে শুক্রবার দিন আর চাঁদের নিচে তারা থাকবে এটা কিয়া-মতের একটি লক্ষণ 

আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন 🙂🙂🙂

Jannatul Ferdos Moushi নামক এই ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, চৌদ্দশ বছর আগে রাসূল সাল্লাহু সাল্লাম বলেছেন কিয়ামতের আগে প্রথম রোজা হবে শুক্রবার দিন আর চাঁদের নিচে তারা থাকবে আর চাঁদ দেখে মনে হবে 2 বা 3 দিনের চাঁদ,,,,, এটা কিয়ামতের একটি লক্ষণ 

আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন 🙂🙂🙂

ইমাম আলবানী হাদীছটিকে সহীহ বলেছেন, সহীহুল জামে আস্ সাগীর, হাদীছ নং- ৫৭৭৪।

আগামবার্তা

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

সহীহুল জামে আস্ সাগীর নামক বইয়ের ৫৭৭৪ নাম্বার হাদিস অনুসন্ধান করে দেখা গেছে, এটি দান এবং ছদকা বিষয়ক হাদিস ।

আরবিতে এই হাদিসটি দেখতে পাবেন এখানে । গুগল ট্রান্সলেটর এর সাহায্যে এই পৃষ্ঠার বাংলা এবং ইংরেজি অনুবাদকৃত ভার্সন দেখতে পাবেন এখানেএখানে

hadithbd.com এর এই ভুক্তি থেকেও সহীহুল জামে’ এর ৫৭৭৪ নম্বর হাদিসটি পাওয়া যাচ্ছে। হাদিসটি এমন, ইসমাইল ইবন মাসউদ (রহঃ) … ছাআছা ইবন মুয়াবিয়া (রহঃ) বলেন, আবু যার (রাঃ) এর সাথে আমার সাক্ষাৎ হলো, তিনি বললেন, আমি বললাম আমার নিকট হাদীস বর্ণনা করুন। তিনি বললেনঃ হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মুসলিম বান্দা আল্লাহর রাস্তায় তার সকল মাল হতে জোড়া-জোড়া দান করবে, তাকে জান্নাতের দ্বার রক্ষীগণের সকলেই তাঁর নিকট যা রয়েছে তার দিকে আহ্বান করবে। আমি বললামঃ তা কিভাবে হবে? তিনি বললেনঃ যদি তার মাল হয় উট, তবে দুটি উট; আর যদি গরু হয়, তবে দুটি গরু।

গবেষক জুম্মা খান ফ্যাক্টওয়াচকে জানিয়েছেন, ‘কিয়ামতের আগে প্রথম রোজা হবে শুক্রবার দিনকিংবা ‘চাঁদের নিচে তারা থাকবে’ –এ মর্মে কোনো হাদিসের অস্তিত্ত্ব নেই । তবে কেয়ামতের আগে প্রথম রমজানের চাঁদ দেখে মনে হবে ২য় বা ৩য় দিনের চাঁদ -এ ধরনের একটি ভবিষ্যৎবাণী রয়েছে। তবে এই হাদিসটিও সহীহুল জামে আস্ সাগীর এর ৫৭৭৪ নম্বর হাদিসে নেই, বরং এটি উক্ত বইয়ের ৫৮৯৯ নম্বর হাদিসে রয়েছে। ( দেখুন এখানে । অনুবাদ- বাংলা, ইংরেজি)

গতকাল আকাশে কি ঘটেছিল ?

সহজ করে বললে, গতকাল শুক্র গ্রহের গ্রহণ হয়েছিল। শুক্র গ্রহটা কিছু সময়ের জন্য সম্পূর্ণরুপে চাঁদের আড়ালে ঢাকা পড়েছিল। গ্রহণ শেষে চাঁদের আড়াল থেকে , অর্থাৎ চাঁদের ঠিক নিচ থেকে শুক্র গ্রহ বেরিয়ে পড়েছিল। যত সময় যাচ্ছিল, চাঁদ এবং শুক্র গ্রহের দূরত্ব তত বাড়ছিল।

Sky Watchers Association, Kolkata এর ফেসবুক পেজ থেকে এই গ্রহণ-এর ভিডিও দেখতে পাবেন এখানে

চাঁদ এবং অন্য কোনো একটা গ্রহের এই ধরনের গ্রহণকে বলে Lunar occultation

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন বলেন, এই গ্রহণ চাঁদে-সূর্যে নয়, বরং চাঁদে আর শুক্রে । এটা খুবই স্বাভাবিক নিয়মিত ঘটনা। পৃথিবীর কোনো জায়গা থেকে দৃষ্টিরেখা বরাবর যদি একই সরলরেখায় চাঁদ ও শুক্র এসে পরে, তাহলে চাঁদের আড়ালে শুক্রকে ঢাকা পড়তে দেখা যায়, চাঁদের এরকম অন্য মহাজাগতিক বস্তুকে ঢেকে দেওয়াকে বলা হয় চাঁদের আড়াল। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে বলে, আমরা দেখি আকাশের গায়ে চাঁদ ক্রমশ পূর্বে সরে যাচ্ছে, এই সরে যাওয়ার পথেই আজ সে আড়াল করে ফেলেছে শুক্রকে।”

মশহুরুল আমিন আরো জানান, পৃথিবীর ঠিক যে যে জায়গা থেকে এ আড়ালের পথটা মিলে গেছে, সেখানেই দেখা গেছে চাঁদের আড়াল বা Lunar Occultation. শুক্র যখন চাঁদের আড়াল থেকে বেরিয়েছে, বাংলাদেশ সময় ছিল সন্ধ্যা সাড়ে ৬টা, খালি চোখেই সূর্যাস্তের পর পরই দেখা গেছে।”

মূলত গ্রহণ শেষ হওয়ার পরপরই চাঁদ এবং শুক্রের এই বিরল কাছাকাছি অবস্থান সবার নজরে আসে , এবং এই ঘটনার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মহাকাশবিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী ২০৬৩ সালের ৩১শে মে তারিখে শুক্র এবং চাঁদের লুনার অকাল্টেশন সংঘটিত হবে । এছাড়া আগামী ১৭ই মে ২০২৩ তারিখে বৃহস্পতির সাথে চাঁদের লুনার অকাল্টেশন হবে।

সারমর্ম

গতকালে আকাশে একটি বিরল মহাজাগতিক ঘটনা ঘটেছে, যেখানে শুক্র গ্রহ চাঁদের আড়ালে ঢাকা পড়েছিল ,অর্থাৎ শুক্রের গ্রহণ হয়েছিল। এই গ্রহণের পরবর্তী কিছু সময়ে চাঁদ এবং শুক্র খুব কাছাকাছি অবস্থানে ছিল। বিরল এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বিরল ঘটনার সাথে কেউ কেউ ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে একে কেয়ামত-এর আলামত দাবি করছেন, যার কোনো ধর্মীয় ভিত্তি নেই। যে হাদিস কে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেখানেও এ সংক্রান্ত কোনো আলাপ নেই। তাই ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত দাবিগুলোকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh