“বাংলাদেশ বাদ, ১২ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করছে পাকিস্তান”- বিভ্রান্তিকর

Published on: May 6, 2022

সম্প্রতি “বাংলাদেশ বাদ, ১২ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করছে পাকিস্তান” শিরোনামে একটি সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, উক্ত সংবাদে একাধিক অসংগতি রয়েছে। প্রথমত, বয়স্ক খেলোয়াড়দের নিয়ে ২০২৩ সালে আয়োজিত হবে এই বিশ্বকাপ। কিন্তু সংবাদের শিরোনামে এই বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত, বাংলাদেশ এই বিশ্বকাপের নিবন্ধিত কোনো দেশ নয়। মূল খবরে দেখা যাচ্ছে যে, নিবন্ধিত ১৪ দল থেকে প্রাথমিকভাবে ১২ দল নিয়ে আয়োজিত হবে এই বিশ্বকাপ। অর্থ্যাৎ, এই ১৪ দল থেকে দুই দল বাদ যাবে। যেহেতু বাংলাদেশ নিবন্ধিত দেশ না সেহেতু বাদ হওয়ারও প্রশ্ন আসেনা। তাই “বাংলাদেশ বাদ” এই কথাটিও বিভ্রান্তিকর। বরং এটি বলা যেতে পারে যে, বাংলাদেশ এই বিশ্বকাপে নেই।

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

বিভিন্ন ওয়েবপোর্টালের মাধ্যমে এই খবরটি ফেসবুকে ভাইরাল হচ্ছে। এমন কিছু প্রতিবেদনের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ভাইরাল এই খবরে বলা হচ্ছে, “বাংলাদেশকে বাদ দিয়ে ১২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান। মূল খবরে বলা হয়, আগামী বছর সিনিয়র ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান। যেখানে খেলবে চল্লিশোর্ধ সব ক্রিকেটার। মূলত ৪০ থেকে ৫০ বছরের খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে এ আসরটিতবে সেখানে টেস্ট খেলুড়ে প্রায় সব দল থাকলেও নেই বাংলাদেশের নাম”।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে গত ২৯ এপ্রিল, ২০২২ এ ডেইলি স্টারের বাংলা সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে।

সিনিয়রদের বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান, নেই বাংলাদেশ!” শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনের সাথে উপরোক্ত ভাইরাল কয়েকটি প্রতিবেদনের শতভাগ মিল পাওয়া যায়।



লক্ষ্য করলে দেখা যাবে, ডেইলি স্টারের প্রতিবেদনের শিরোনামে পরিষ্কার উল্লেখ আছে যে উক্ত বিশ্বকাপটি সিনিয়র বা বয়ষ্কদের নিয়ে আয়োজিত হবে। কিন্তু ভাইরাল এসব ওয়েবপোর্টালের শিরোনামে উক্ত বিষয়টির উল্লেখ নেই যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।


পুনরায় অনুসন্ধান করা হলে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ০৮ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। প্রতিবেদনে আরোও বলা হয়, সিনিয়র বিশ্বকাপের জন্য নিবন্ধনভুক্ত ১৪ টি দেশের মধ্যে ১২ টি দেশ অংশগ্রহণ করবে।

নিবন্ধিত ১৪ টি দেশ হলো, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওয়েলস, নামিবিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

অর্থাৎ, এই ১৪ টি দেশ থেকে দুইটি দেশ প্রাথমিকভাবে বাদ পড়বে। বাংলাদেশ সিনিয়র বিশ্বকাপের কোনো নিবন্ধিত দেশ নয়। তাই বাংলাদেশের বাদ পড়ারও কোনো সম্ভাবনা নেই।

উল্লেখ্য, এর আগে ওভার-৫০ বিশ্বকাপেও বাংলাদেশের অংশগ্রহণ ছিলো না। অর্থ্যাৎ, এটি নতুন কোনো বিষয় নয়। এই বিশ্বকাপে কেনো বাংলাদেশ নিবন্ধিত হয়নি এর কোনো কারণ জানা যায়নি।

সুতরাং, ভাইরাল এই প্রতিবেদনে দুইটি অসংগতি চিহ্নিত করা যায়। প্রথমত, এটি বয়স্ক খেলোয়াড়দের বিশ্বকাপ যেটি শিরোনামে উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত, বাংলাদেশ বাদ পড়েছে এই কথাটিও সঠিক নয়। কারণ বাংলাদেশ এই বিশ্বকাপের কোনো নিবন্ধিত দেশ নয় অর্থাৎ এই বিশ্বকাপে বাংলাদেশ নেই তাই বাংলাদেশের বাদ পড়ারও কোনো সম্ভাবনা নেই। তাই ফ্যাক্টওয়াচ এই খবরটিকে বিভ্রান্তিকর চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply