কোপা আমেরিকা ২০২১ শিরোপা কি বাংলাদেশকে উৎসর্গ করেছে আর্জেন্টিনা?

Published on: [July 19,2021]

বাংলাদেশকে কোপার শিরোপা উৎসর্গ করলো আর্জেন্টিনা’- এমন শিরোনামে কিংবা কাছাকাছি শিরোনামে একটি খবর ছড়িয়ে পড়েছে অনলাইনে। খবরে বলা হচ্ছে, আর্জেন্টিনার সাবেক অধিনায়ক পাবলো সরিন ২০২১ সালের আর্জেন্টিনার কোপা আমেরিকার ট্রফিটা বাংলাদেশের সমর্থকদের উৎসর্গ করেছেন। অনুসন্ধানে জানা গেছে, পাবলো সোরিন এই ট্রফি জেতা উপলক্ষে এক ইনস্টাগ্রাম পোস্টে বাংলাদেশকে ট্রিবিউট বা শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু আর্জেন্টিনার ট্রফি জয়ের নায়ক বর্তমান অধিনায়ক লিওনেল মেসি এই জয় উৎসর্গ করেছেন প্রয়াত ম্যারাডোনাকে। ফলে, এই সংবাদটি বিভ্রান্তিকর।


বিভ্রান্তির উৎস

‘বাংলাদেশকে কোপার শিরোপা উৎসর্গ করলো আর্জেন্টিনা’- এমন শিরোনামে একটি খবর ছড়িয়ে পড়েছে অনলাইনে। এমন কয়েকটি খবর দেখুন এখানে, এখানে, এখানে, এখানে , এখানে

এছাড়া, শিরোনাম একটু বদলে ‘কোপার শিরোপা বাংলাদেশকে উৎসর্গ করলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক’ –এমন একটি খবর ও ভাইরাল দেখা যাচ্ছে এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

প্রায় একই ধরনের হেডলাইন নিয়ে খবর প্রকাশ করেছে   সময় টিভি , বাংলাদেশ প্রতিদিন, যমুনা টেলিভিশন , ইনকিলাব , জাগরন নিউজ , বিডি২৪রিপোর্ট  , রাইজিংবিডি , ক্যাপিটাল এফ এম সহ বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে ।

কয়েকটা সংবাদমাধ্যম আবার শিরোপা উৎসর্গের কথা না বলে, জাস্ট বাংলাদশকে ধন্যবাদ/প্রশংসার কথা বলছে ।  যেমন একাত্তর টিভির খবরের শিরোনাম– বাংলাদেশি সমর্থকদের প্রশংসা করলেন সাবেক আর্জেন্টাইন অধিনায়ক।

ভাইরাল  খবরে কি বলা হচ্ছে ?

বিয়ানীবাজারভিউ২৪ এর ফেসবুক পেজে প্রকাশ করা খবের সূত্র ধরে ওয়েবসাইটে মূল খবরে গিয়ে দেখা গেল, সেখানে বলা হয়েছে,

সম্প্রতি কোপা আমেরিকার ফাইনালে মেসিদের জয়ে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় করোনাকালীন বিধিনিষেধের উপেক্ষা করে আর্জেন্টিনার পতাকা নিয়ে উল্লাস করে ফুটবলপ্রেমীরা। আর সেটি চোখে পড়ে সাবেক আর্জেন্টাইন অধিনায়ক হুয়ান পাবলো সোরিনের। এ দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন তিনি।

বাংলাদেশে উৎসবের একটি ভিডিও যুক্ত করে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন আর্জেন্টিনার ২০০৬ বিশ্বকাপ দলের এই অধিনায়ক। যেখানে তিনি স্মরণ করেছেন ২৬ বছর আগে বাংলাদেশিদের তাকে সমর্থন দেওয়ার কথা। সেই সঙ্গে এবারের কোপার শিরোপা তিনি বাংলাদেশিদের উৎসর্গ করেছেন।

নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘২৬ বছর আগে ১৯৯৫ সালে আমরা কাতারে ব্রাজিলের বিপক্ষে যুব বিশ্বকাপের ফাইনাল খেলেছিলাম। দেশ থেকে কত দূরে ছিলাম! পরিবার, বন্ধুবান্ধব কিংবা সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য এত প্রযুক্তি ছিল না। কিন্তু সেই অবিশ্বাস্য স্টেডিয়ামেও আর্জেন্টিনার একটা পতাকা ছিল, কয়েকজন ভক্ত পতাকাটি এত আবেগ নিয়ে নাড়াচ্ছিলেন। আমাদের মুখে হাসি ফুটিয়েছিল সে দৃশ্য, মনে রোমাঞ্চ তৈরি করেছিল। পতাকাটার গায়ে লেখা ছিল ‘বাংলাদেশ’। কয়েকজনের একটা গ্রুপ আমাদের সমর্থনে লাফাচ্ছিল, চিৎকার করছিল।

সেই স্মৃতির সঙ্গে এবারের দৃশ্য মিলিয়ে বাংলাদেশকে মন থেকে ধন্যবাদ দিলেন সোরিন। বলেন, ‘সে কারণে বাংলাদেশের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই, সম্মান জানাতে চাই, যারা কিনা বিশ্বের অন্য একটা প্রান্তে রাস্তায় নেমে আমাদের কোপা আমেরিকা জয়ের উদযাপন করেছেন!’

(খবরটির আর্কাইভড ভার্সন দেখুন এখানে)

অন্যান্য পোর্টালেও কমবেশি একই ধরনের কথা বলা হয়েছে, । সবগুলো খবরের মূল উৎস -পাবলো সরিন এর ইনস্টাগ্রাম পোস্ট।

ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধান

গত ১৩ই জুলাই পাবলো সোরিন তার ভেরিফাইড ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই পোস্ট দেন।

এখানে স্প্যানিশ ভাষায় তিনি লিখেছেন ,

Hace 26 años jugábamos la final del mundo en #Qatar ‘95 tamb vs Brasil muy lejos de tod@s y sin tecnología para encontrarnos con familia y amigos e hinchas…sin embargo en ese estadio inolvidable había una bandera argentina 🇦🇷 con gente que la agitaba locamente apasionadamente y nos dieron aliento sonrisas y emoción

Era una bandera argenta y llevaba escrito “Bangladesh” una banda q saltaba y gritaba…por eso quería agradecer y rendir este homenaje a esa gente “ Banglashedina” q festejó la @copaamerica en la calles con alegria del otro lado del mundo!!!

gracias a #DiegoEterno gracias a @leomessi y a tantos otros caudillos campeones en el 78 y 86 y otros grandes jugadores, nuestro país tiene hinchas por todo el Mundo y el Mundo estuvo un poquito más contento después q se haga justicia y Argentina volviera a ser Campeón después de 28 años !!!.

Esa noche en Qatar agradecimos y festejamos con ellos como el sábado envueltos d celeste y blanco !

ফ্যাক্ট ওয়াচ টিম এই স্ট্যাটাসটা ইংরেজিতে অনুবাদ করে নিম্নোক্ত ভার্সনটা পেল-

26 years ago, we played the world final in #Qatar ’95 vs. Brazil, very far away from everyone and without technology to meet family and friends and fans…however in that unforgettable stadium there was an Argentine flag 🇦🇷 with people who waved it madly passionately and gave us encouragement smiles and excitement.

It was an Argentinian flag and it had “Bangladesh” written on it, a band jumping and shouting…that’s why I wanted to thank and pay this tribute to those people “Banglashi” who celebrated the @copaamerica in the streets with joy from the other side of the world!!!!!

Thanks to #DiegoEterno thanks to @leomessi and so many other champions in ’78 and ’86 and other great players, our country has fans all over the world and the world was a little happier after justice was done and Argentina was champion again after 28 years!!!!!

That night in Qatar we thanked and celebrated with them as we did on Saturday wrapped in blue and white!

লক্ষণীয়, এখানে বাংলাদেশী সমর্থকদের সম্পর্কে তিনি লিখেছেন, that’s why I wanted to thank and pay this tribute to those people “Bangladeshi” who celebrated the @copaamerica in the streets with joy from the other side of the world!!!!!

যার বাংলা অনুবাদ হতে পারে, ‘’এ কারণে আমি বাংলাদেশী সমর্থকদের ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাতে চাই, যারা বিশ্বের অপর প্রান্তে কোপা আমেরিকা জয়ে উৎসব করছে। ‘’

এখানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কিংবা শ্রদ্ধা জানানোর কথা থাকলেও, কোপা আমেরিকার ট্রফি উৎসর্গের কোনো কথা ফ্যাক্টওয়াচ টিম তার পোস্টে খুজে পায়নি।

কোপা আমেরিকার শিরোপা কে কাকে উৎসর্গ করেছে ?

ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, কোপা আমেরিকা শিরোপা জেতার পরে আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন লিওনেল মেসি এই ট্রফিটি উৎসর্গ করেছেন সাবেক অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা ,তার দেশের কোভিড-আক্রান্তদের এবং তার বন্ধু ও পরিবারকে ।

এ বিষয়ে তিনি নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম একাউন্টে একটি পোস্ট দিয়েছিলেন। গোল ডট কমের এই প্রতিবেদনের সৌজন্যে ইংরেজি অনুবাদ থেকে দেখা যাচ্ছে, বলা হয়েছে ,

I want to dedicate this success to my family, who always gave me the strength to move forward, to my friends that I love so much, to all the people who believe in us and most of all to the 45 million Argentines who have endured such a tough time with this virus …, especially those that have been personally affected.

“This is for all, and of course also for Diego, who surely was supporting us from wherever he is.

এখান থেকে দেখা যাচ্ছে, তিনি এই ট্রফি উৎসর্গ করেছেন নিজের পরিবার, বন্ধু ,সমর্থক এবং সাড়ে ৪ কোটি আর্জেন্টাইনকে। সেই সাথে তিনি এই ট্রগি উৎসর্গ করছেন ডিয়েগো ম্যারাডোনাকে , তিনি যেখানেই আছেন, সেখান থেকেই সমর্থন করছেন আর্জেন্টিনা দলকে ।

(প্রসঙ্গত, ২০২০ সালে ৬০ বছর বয়সে মারা যান ১৯৮৬ বিশ্বকাপজয়ী ডিয়েগো ম্যারাডোনা)

বাংলাদেশী সংবাদমাধ্যমেও মেসির এই উৎসর্গ এর খবর প্রকাশিত হয়েছিল। যেমন- নয়া দিগন্ত, যুগান্তর , মানবজমিন ইত্যাদি ।

কোনো খেলায় জয় পেলে কিংবা ভাল কোনো সাফল্য পেলে ,যিনি এই সাফল্য পেয়েছেন তাকে দেখা যায় নির্দিষ্ট কাউকে এই জয় বা সাফল্য উৎসর্গ করতে।

যেমন- সাম্প্রতিক ইউরো টুর্নামেন্ট জয়ী ইতালিয়ান ক্যাপ্টেন জিওর্জিনো কিয়েল্লিনি তাদের শিরোপা উৎসর্গ করেছেন তার দেশের প্রেসিডেন্টে সার্জিও মাতারেল্লি, বিশ্বব্যাপি ছড়িয়ে থাকা কয়েক মিলিয়ন ইতালিয়ান এবং মৃত সাবেক ডিফেন্ডার ডেভিড আস্তোরিকে।

বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন সাফল্যে মাঝে মাঝেই দলের ক্যাপ্টেন কিংবা সেরা খেলোয়াড় (ম্যান অফ দ্য ম্যাচ) কে দেখা জয় জয় উৎসর্গ করতে। যেমন-২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর অধিনায়ক মাশরাফি সেই জয় উতসর্গ করেছিলেন মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদকে।  ২০১৯ সালে ভারতের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর মুশফিকুর রহিম সেই জয় উৎসর্গ করেছিলেন তার পুত্র সন্তান মায়ান কে।

লক্ষনীয়, প্রতি ক্ষেত্রেই দলের ক্যাপ্টেন কিংবা সেরা খেলোয়াড় জয় উৎসর্গ করছেন। দলের অংশ নয়, এমন কেউ জয় উৎসর্গ করছেন না।

আর্জেন্টিনা ফুটবল দলের বর্তমান অধিনায়ক লিওনেল মেসি। পাবলো সোরিন আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় ও সাবেক অধিনায়ক হলেও, বর্তমানে আর্জেন্টিনা দলের সাথে তার কোনো সম্পর্ক নেই । তাই তার পক্ষে আর্জেন্টিনার শিরোপা উৎসর্গ করার বিষয়টি অবান্তর। এটি করতে পারেন বর্তমান দলের কোনো খেলোয়াড় কিংবা কোচ। বিভিন্ন খেলায় জয়কে উৎসর্গ করার যে সংস্কৃতি আমরা বিশ্ব জুড়ে দেখতে পাই, তা থেকে সহজেই এমন সিদ্ধান্ত নেয়া চলে।

সিদ্ধান্ত 

‘বাংলাদেশকে কোপার শিরোপা উৎসর্গ আর্জেন্টিনার’- এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশের সমর্থকদের আর্জেন্টিনার সাবেক অধিনায়ক পাবলো সোরিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন, শিরোপা উৎসর্গ করেন নি। আর এই শিরোপা প্রধানত উৎসর্গ করা হয়েছে প্রয়াত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনাকে। কিন্তু আর্জেন্টিনা ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে বাংলাদেশকে সোরিন যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন, সেটা বাংলাদেশের জন্য মর্যাদার। সেই মর্যাদাপ্রাপ্তির সাথে যাতে আমরা শিরোপা উৎসর্গ করার কল্পকাহিনিকে গুলিয়ে না ফেলি!

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply