ভারতের জাতীয় পতাকা দিয়ে বানানো হিজাবের ছবিগুলো এখনকার নয়

Published on: February 10, 2022

সম্প্রতি “ইন্ডিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে মানা করায় অভিনব প্রতিবাদ করছে মুসলিম ছাত্রীরা” এমন শিরোনামে ভারতের জাতীয় পতাকা সদৃশ  হিজাব-পরা মেয়েদের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে জানা যায়, ছবি দুটি ২০১৮ সালের ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের। এর সাথে বর্তমানে চলমান হিজাব বিতর্কের কোনো সম্পর্ক নেই। তাই ফ্যাক্টওয়াচ এমন ছবিসহ ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করছে।

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে


উক্ত ফেসবুক পোস্টে, ভারতের পতাকা সদৃশ হিজাব-পরা মেয়েদের দুটি ছবি দেখতে পাওয়া যায়। ছবিগুলো বর্ণনা দিতে গিয়ে ক্যাপশনে দাবি করা হয়, ছবিগুলো সম্প্রতি ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে মানা করার প্রতিবাদ। সেখানে আরোও বলা হয়, প্রতিবাদ স্বরূপ ভারতের মেয়েরা ভারতের পতাকা দিয়ে হিজাব বানিয়েছে।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

উক্ত ফেসবুক পোস্টগুলোতে পাওয়া একটি ছবির সাহায্যে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে, ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখে প্রকাশিত ভারতের ‘দ্য হিন্দু’ নামক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি মূলত ২০১৯ সালে দ্য হিন্দু-র ইন্সটাগ্রামে সর্বাধিক ‘লাইক’ পাওয়া ছবিগুলো নিয়ে তৈরি। “The most liked images from The Hindu on Instagram in 2019” শিরোনামের এই প্রতিবেদনে উল্লেখিত দুটি ছবির একটি পাওয়া যায়।

ছবির বর্ণনায় বলা হচ্ছে, স্বাধীনতা দিবস উদযাপনের সময় মুম্বাইয়ের আঞ্জুমান-ই-ইসলাম কলেজের ছাত্রীদের ছবি এটি। ছবিটি তুলেছিলেন বিবেক বেন্দ্রে (Vivek Bendre) নামে একজন ফটোজার্নালিস্ট। অর্থাৎ, বিষয়টি পরিষ্কার যে এই ছবির সাথে সাম্প্রতিক এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই এবং ছবিটি কমপক্ষে তিন বছর আগের।

ভাইরাল হওয়া ফেসবুক পোস্টগুলোতে থাকা দ্বিতীয় ছবিটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারতের ‘ইন্ডিয়া টুডে’ নামক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন দেখতে পাওয়া যায়। এই একই বিষয় নিয়ে একটি ফ্যাক্ট-চেক প্রতিবেদন এটি। “Fact Check: Old photos of Mumbai college Independence Day celebration crop up in Karnataka hijab row” শিরোনামে ০৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত এই প্রতিবেদনে সম্প্রতি ভাইরাল অপর ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায় ছবিটি মূলত, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তোলা। ১৫ আগস্ট ২০১৮ তারিখে “Independence Day 2018 images: How India celebrated August 15” শিরোনামে ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদনে ছবিটি প্রকাশিত হয়।

অর্থাৎ এই ছবিটির সাথেও উল্লেখিত আন্দোলনের কোনো সম্পর্ক নেই। উপরোক্ত দুইটি ছবিই ভিন্ন সময়ের এবং ভিন্ন প্রেক্ষাপটের।

উল্লেখ্য, সম্প্রতি বিজেপি-শাসিত কর্ণাটকে কলেজে হিজাব পড়তে নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকেই ভারতের হিজাব বিতর্ক সামজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। ইতিমধ্যে সেখানে সব হাইস্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সম্পর্কে বিস্তারিত জানতে বিবিসি বাংলার একটি প্রতিবেদন পড়ুন এখানে

সুতরাং, বিষয়টি পরিষ্কার যে উপরোক্ত ছবি দুটির সাথে ভারতে সংঘটিত সাম্প্রতিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তাই ফ্যাক্টওয়াচ সম্পূর্ণ ভুল ক্যাপশনে প্রকাশিত পুরনো ছবি দুটিসহ ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply