অভিনেত্রী মাহিয়া মাহি’র দ্বিতীয় বিয়ে নিয়ে অনুমাননির্ভর সংবাদ

Published on: June 21, 2021

গত ২০ জুন ২০২১ তারিখে ‘আবারও বিয়ে করলেন মাহিয়া মাহি’ শীর্ষক একটি খবর প্রকাশ করেছে চ্যানেল টুয়েন্টিফোর যা পরবর্তীতে অন্যান্য ওয়েব পোর্টালের বরাতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১১ জুন রাতে মেহেদি রাঙ্গা হাত এবং শাড়ি পরিহিত একটি ছবি ফেসবুকে পোস্ট করেন মাহি। ঐ ছবির ক্যাপশনের শেষে লেখা ছিল, ‘আলহামদুলিল্লাহ’। এরপর রাকিব সরকার নামের একজনের সঙ্গে তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। তবে মাহি দ্য ডেইলি স্টারকে বলেছেন, “খবরটি একদমই সত্য নয়, রাকিবের সঙ্গে আমার পরিচয় আছে কিন্তু বিয়ের খবর একেবারে ভুয়া।“

চ্যানেল টুয়েন্টিফোরের সংবাদটি প্রকাশের পর ‘স্বামীকে ছাড়ার একমাস না যেতেই আবার বিয়ে করলেন মাহি’ শীর্ষক ভুয়া খবর সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।



সংবাদগুলো বিশ্লেষণ করে দেখা যায়, চ্যানেল টুয়েন্টিফোরের সংবাদটি হুবহু কপি করে ‘স্বামীকে ছাড়ার একমাস না যেতেই আবার বিয়ে করলেন মাহি’ শিরোনামে সংবাদটি প্রকাশ করেছে একাধিক ওয়েব পোর্টাল।

অনুমাননির্ভর বক্তব্য 

উক্ত সংবাদগুলোতে বলা হচ্ছে, “যদিও আনুষ্ঠানিকভাবে দু’জনের কেউই বিয়ের বিষয়টি স্বীকার করেননি। তবে রাকিব সরকারের একজন ঘনিষ্ট ব্যক্তি বিয়ের বিষয়টি স্বীকার করেছেন এবং জানিয়েছেন, বিষয়টি গাজীপুরে এখন ওপেন সিক্রেট।“

“তবে আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়টি স্বীকার করুন, আর নাই করুন মাহিয়া মাহি এবং রাকিব সরকারের একাধিক ছবি রয়েছে গণমাধ্যমের কাছে। ছবি দেখে মনে হচ্ছে দু’জন খুব পূর্বপরিচিত।“

উক্ত আলোচনায় স্পষ্ট যে, মাহিয়া মাহি ও জনৈক রাকিব সরকারের একাধিক ছবি ব্যবহার করে কিছু গণমাধ্যমে অনেকটা অনুমাননির্ভর বক্তব্য দেয়া হচ্ছে। পূর্ব পরিচিয় ও এক সাথে তোলা ছবি থেকে তাদের দুজনের “বিয়ের সম্পর্ক” রয়েছে এমন বক্তব্য প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর।

বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর

গত ১২ জুন ২০২১ তারিখে “আলহামদুলিল্লাহ লিখে কী বোঝালেন নায়িকা মাহি?” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। উক্ত প্রতিবেদনের শেষাংশে বলা হয়েছ, “ মাহির আবার বিয়ে করা নিয়ে আরও কিছুটা ইঙ্গিত পাওয়া যায় কিছুদিন আগে একটি ভিডিও এবং তার ক্যাপশনকে ঘিরে। গত ৭ জুন রাতে মাহি একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি নায়িকা নুসরাত ফারিয়াকে ভিডিওটি ট্যাগ করে লিখেছিলেন, নুসরাত ফারিয়া, কালকে নাচব এই গানে। তার মানে তিনি ৮ জুন নুসরাত ফারিয়ার গাওয়া আমি চাই থাকতে গানটিতে নাচতে চেয়েছিলেন- এমনটাই বুঝিয়েছিলেন। যদিও মাহি পরে বলেন, সেটি ছিল তার ফান পোস্ট। তবে এখন কিছুটা আঁচ করা যাচ্ছে যে, সেটি হয়তো ছিল তার হলুদের রাতের প্রস্তুতি।“
মাহিয়া মাহির ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে গত ৭ জুন তারিখের এমন কোনো পোস্ট পাওয়া যায়নি। ফেসবুকে আপলোডকৃত সামান্য একটি ছবি, কাউকে ট্যাগ করা ভিডিও এবং ক্যাপশনের ওপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নেয়া যায় না যে কেউ বিয়ে কিংবা গায়ে হলুদের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে ২০ জুন ২০২১ তারিখে দ্য ডেইলি স্টার “বিয়ের খবরে যা বললেন মাহিয়া মাহি” শীর্ষক একটি সংবাদ প্রকাশ করেছে। সংবাদে দেয়া সাক্ষাৎকারে মাহিয়া মাহি বলেছেন, “‘খবরটি একদমই সত্য নয়, রাকিবের সঙ্গে আমার পরিচয় আছে কিন্তু বিয়ের খবর একেবারে ভুয়া। সে পরিচিত একজন ছাড়া আর কিছু না। সবাইকে বিয়ের এমন মিথ্যা খবর ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করছি।’

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

 

 

 

 

Leave a Reply