ভিডিওর এই ব্যক্তির বয়স কি আসলেই ১৯৩ বছর?

Published on: February 23, 2022

সম্প্রতি ‘পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ’ পরিচয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুক কে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে দেখানো লোকটির নাম লুয়াং ফু ইয়াই (Luang Pho Yai) এবং তিনি থাইল্যান্ডের বাসিন্দা। তাঁর বয়স ১৯৩ বছর নয় বরং ১০৯ বছর এবং তিনি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ নন। তাই ফ্যাক্টওয়াচ এমন দাবিসংবলিত ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে


১৫ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওতে “বৌদ্ধগুরু” সদৃশ পোশাকে একজন বৃদ্ধ এবং একটি বাচ্চাকে দেখা যাচ্ছে। সেখানে বিস্তারিত কিছু দেখা না গেলেও উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে উনি একজন “বৌদ্ধগুরু” এবং তিনি পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি যার বয়স ১৯৩ বছর।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

উক্ত ভাইরাল ভিডিওটির মাধ্যমে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘ডেইলি স্টার’ নামক যুক্তরাজ্যের একটি গণমাধ্যমের একটি প্রতিবেদন পাওয়া যায়। “Eyebrows raised over claims of 163-year-old man practicing self-mummification” শিরোনামে ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে “স্নুপস (Snopes)” নামে একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে বলা হয় এই বৃদ্ধ লোকের নাম “লুয়াং ফু ইয়াই (Luang Pho Yai)” এবং তিনি “সেলফ-মামিফিকেশনের” অনুশীলন করছেন।

পরবর্তীতে “Is This Man Really 163 Years Old?” শিরোনামে স্নুপস এর একই ব্যক্তির অন্য একটি ভিডিও নিয়ে তৈরি এই প্রতিবেদন থেকে মূল ভিডিওটি যার মাধ্যমে প্রকাশিত হয়েছে তার পরিচয় পাওয়া যায়।

auyary13” নামে একজন টিকটক ব্যবহারকারীর দাবি অনুযায়ী যিনি উক্ত ব্যক্তির নাতি। আজ থেকে প্রায় চারদিন আগে ফেসবুকে ভাইরাল এই ভিডিওটি প্রকাশ করেন তিনি।

মূল ভিডিওতে থাকা থাই ভাষার ক্যাপশনকে অনুবাদ করলে দেখা যায়, ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় হিসেবে “Luang Ta” এবং বাচ্চাটি তাঁর নাতির সন্তান। এছাড়া একই আইডি থেকে প্রকাশিত অন্যান্য ভিডিও থেকেও উক্ত ব্যক্তির পরিচয় হিসেবে এই নামটিই দেখতে পাওয়া যায়।

এছাড়াও অন্য একটি ভিডিওতে কমেন্টের মাধ্যমে এক ব্যবহারকারী তাঁর বয়স জানতে চাইলে “auyary13” জানান উক্ত ব্যক্তির বয়স ১০৯ বছর।

উক্ত ব্যক্তি সম্পর্কে এর বাইরে বিস্তারিত তেমন কিছু জানা না গেলেও এইটুকু নিশ্চিত বলা যায় যে, তাঁর বয়স ১৯৩ বছর নয় বরং ১০৯ বছর। যদিও এমন দাবির পিছনে কোনো নথি খুঁজে পাওয়া যায়নি।

অন্যদিকে তিনি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ কিনা এ সম্পর্কে গুগলে অনুসন্ধান করা হলে, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের মতে“কেইন তানাকা (Kane Tanaka)” যার বয়স ১১৯ বছর তাঁর নাম আসে। তিনিই পৃথিবীতে বর্তমানে জীবিত সবচেয়ে বয়োজেষ্ঠ্য ব্যক্তি। এমনকি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের মতে এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ হিসেবে যার নাম তালিকাভুক্ত হয়েছে তার বয়স ১২২ বছর। অর্থাৎ এখন পর্যন্ত অফিসিয়ালভাবে ১৯৩ বছরের কোনো লোক পৃথিবীতে তালিকাভুক্ত হয়নি।

পৃথিবীর বয়োজেষ্ঠ্য মানুষদের একটি তালিকাটি দেখুন এখানে

উল্লেখ্য, এর আগেও এক মহিলার বয়স ২১০ বছর দাবি করে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। পরবর্তীতে ফ্যাক্টওয়াচ তা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেন।

ফ্যাক্টওয়াচের ওই প্রতিবেদনটি দেখুন এখানে

সুতরাং, পরিষ্কারভাবেই বুঝা যাচ্ছে ভিডিওতে দৃশ্যায়িত ব্যক্তিটি পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি নন এবং তাঁর বয়সও ১৯৩ বছর নয়। তাই ভুল তথ্যসংবলিত এই ভিডিওটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply