প্রতিবাদ মিছিলের পুরানো ভিডিওকে “নির্বাচন কমিশন ঘেরাও” দাবি

Published on: December 12, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে “এইমাত্র, রাতেই ঘেরাও ঢাকা || ফুঁসে উঠেছে নুর বাহিনী, তফসিল ঘোষণায় নির্বাচন কমিশন ঘেরাও কার্যালয়ে ঢোকার চেষ্টা নুর বাহিনী” – শীর্ষক দাবি সংবলিত একটি ভিডিও শেয়ার হতে দেখা গেছে, যা দেখে মনে হতে পারে ভিডিওটি সাম্প্রতিক সময়ে ধারণ করা হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, উক্ত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং গত ০৭ অক্টোবর ২০২২ এ বুয়েটের ছাত্র আবরার ফাহাদ স্মরণসভায় ছাত্র অধিকার পরিষদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে একটি মশাল মিছিল বের হয় এবং ভিডিওটি মূলত সেই মিছিলের। একাধিক উৎস মারফত বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে। 

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি সাম্প্রতিক সময়ের কিনা তা যাচাই করতে আমরা উক্ত ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে দেশ রূপান্তর এর ইউটিউব চ্যানেল থেকে গত ০৭ অক্টোবর ২০২২ এ প্রকাশিত “ছাত্র অধিকার পরিষদ নেতাদের মারধর, ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল নিয়ে ভিপি নুরের প্রতিবাদ । Desh Rupantor” – শিরোনামের একটি ভিডিও পাওয়া গেছে, যার সাথে শেয়ারকৃত ভিডিওটির বেশ মিল রয়েছে। তাছাড়া, সমকাল এবং ঢাকা নিউজ লাইভের ফেসবুক পেজ থেকে দুটো ভিডিও পাওয়া গেছে, যেগুলো গত ০৭ অক্টোবর ২০২২ এ অনুষ্ঠিত হওয়া একই মশাল মিছিলের।  ছাত্র অধিকার পরিষদের মশাল মিছিলের ভিডিওতে দেখা যায় একটি ব্যানারে লেখা আছে – “ছাত্রলীগের দুর্বৃত্তদের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদ এর নেতাকর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদের মশাল মিছিল।” আবার “নূর বাহিনীর নির্বাচন কমিশন ঘেরাও” দাবিতে যে ভিডিও ছড়াচ্ছে – তাতেও সেই একই ব্যানার লক্ষ্য করা গেছে।

দুটো ছবিতে হুবহু একই মানুষ এবং ব্যানার দেখা যাচ্ছে।

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত নুর বাহিনীর নির্বাচন কমিশন ঘেরাও – শীর্ষক দাবি সংবলিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং সেটা ভিন্ন আরেকটি ঘটনার ভিডিও। 

মূলত, বুয়েট ছাত্র আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করে ছাত্রলীগ। হামলার প্রতিবাদে ভিপি নুরের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করে ছাত্র অধিকার পরিষদ। এই বিষয়ে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ পড়ুন এখানে, এখানে, এবং এখানে

এর আগে একই ভিডিওকে বিএনপি নেতা আমান-গয়েশ্বরকে গ্রেফতারের প্রতিবাদে নুর বাহিনীর মশাল মিছিল বলে শেয়ার করা হয়েছিল, যাকে নস্যাৎ করে ফ্যাক্টওয়াচ সেই সময় প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি পড়ুন এখানে। 

ভিন্ন ঘটনার ভিডিওকে অন্য প্রেক্ষিতে ছড়ানোয় ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে। 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh