কুয়েটে হাদির গ্রাফিতিতে চুন মারার দাবিতে এডিটেড ছবি প্রচার 

12
কুয়েটে হাদির গ্রাফিতিতে চুন মারার দাবিতে এডিটেড ছবি প্রচার 
কুয়েটে হাদির গ্রাফিতিতে চুন মারার দাবিতে এডিটেড ছবি প্রচার 

রাজধানীতে আততায়ীর গুলিতে আহত এবং পরবর্তী সময়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তার স্মরণে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) জুলাই চত্ত্বরে একটি গ্রাফিতি অঙ্কন করা হয়। দাবি করা হচ্ছে, এই গ্রাফিতিতে চুন মেরে দেওয়া হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। কুয়েটে হাদির ছবিতে চুন মারার দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড। 

ফেসবুকে প্রচারিত এই ছবিযুক্ত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

দাবিটি নিয়ে অনুসন্ধানে হাদির গ্রাফিতিতে চুন মারার দাবিটির পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে ছবিটি নিয়ে গুগলের এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুল সিন্থআইডি (SynthID) দিয়ে যাচাই করে দেখা হয়। এটি গুগলের এআই প্রযুক্তি দিয়ে তৈরি ছবি, ভিডিও, অডিও বা টেক্সটে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যায়। কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না জানতে চাইলে জেমিনিতে ছবিটি আপলোড করে এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুল সিন্থআইডিকে জিজ্ঞেস করলে (@SynthID) টুলটি ওয়াটারমার্ক আছে কি না পরীক্ষা করে জানিয়ে দেয়।

হাদির গ্রাফিতিতে চুন মারার ছবিটি এই সিন্থআইডি (SynthID) দিয়ে যাচাই করে দেখা হয়। সিন্থআইডি ছবিটি যাচাই করে জানায়, এটি গুগলের এআই টুলস ব্যবহার করে তৈরি বা এডিট করা।

পরে ছবিটি সম্পর্কে আরও অনুসন্ধানে কুয়েট সাংবাদিক সমিতি নামের একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। এখান থেকে পাওয়া একটি মোবাইল নাম্বারের সূত্রে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী তানভীরের সঙ্গে যোগাযোগ হয় ফ্যাক্টওয়াচের।

তিনি চুন মাখা ছবিটি দেখে জানান, এটি ফেইক। এ ছাড়া তিনি ফ্যাক্টওয়াচের সঙ্গে তার তোলা গ্রাফিতিটির একটি ছবিও শেয়ার করেন। ছবিটির মেটাডেটা যাচাই করে দেখা যায়, গ্রাফিতির ছবিটি আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে তোলা। এতে গ্রাফিতিটি অক্ষত অবস্থায় দেখা যায়।

অপরদিকে হাদির গ্রাফিতিতে চুন মারার দাবিতে প্রচারিত ছবিগুলো গত রাত থেকে ফেসবুকে পাওয়া যায়। গত রাত ১টা ৩৬ মিনিটে ফেসবুকে পোস্ট করা এমন একটি ছবি দেখুন এখানে। 

এ ছাড়া ছবিটি রিভার্স ইমেজ সার্চে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পেজে পাওয়া যায়। এই ছবিটির সঙ্গে হাদির গ্রাফিতিতে চুন মারার দাবিতে প্রচারিত ছবিটির ছায়াসহ অন্যান্য অনুষঙ্গের মিল রয়েছে। 

অর্থাৎ  কুয়েটে হাদির গ্রাফিতিতে চুন মাখার দাবিটি সঠিক নয়। বরং এই দাবিতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এডিট করা। 

তাই ফ্যাক্টওয়াচ এই দাবিতে প্রচারিত ছবিটিকে বিকৃত হিসেবে রেট করছে।  

Claim:
কুয়েট ক্যাম্পাসে জুলাই চত্বরে হাদীর গ্রাফিতি-তে কারা যেনো চুন মেরে দিছে

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh