খুতবারত অবস্থায় খতিবের মৃত্যুর দৃশ্যটি ভিডিওর শুটিং ছিল

Published on: June 2, 2022

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে একজন খতিব খুতবা দিতে দিতে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তার পরকালীন শান্তি এবং জান্নাতুল ফেরদৌস কামনা করে অনেকে এই ভিডিও শেয়ার করছেন। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, তিনি আদৌ মারা যাননি। সম্পূর্ণটা কেবলমাত্র একটি ভিডিওর শুটিং ছিল।

গুজবের উৎস

খতীব খুতবা দিতে দিতেই কালিমা পড়া অবস্থায় মারা গেলেন। আল্লাহ তাকে মাফ করুন।“- এমন ক্যাপশন যোগ করে ১ মিনিট ৬ সেকেন্ডের এই ছোট ভিডিওটা ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক বয়সী খতিব মিম্বরে দাঁড়িয়ে বিভিন্ন দোয়া কালাম পড়তে পড়তে হঠাত একটু পিছিয়ে যান এবং কিছুটা হোচট খেয়ে পিছনের দেয়ালে পড়ে যান। সেখানেই আধশোয়া অবস্থায় বেশ কিছুক্ষণ  থাকেন।

ভিডিওতে খতিবকে সাহায্য করার জন্য কাউকে ছুটে যেতে দেখা যায়নি। তবে ক্যামেরার নড়াচড়া দেখে এটা স্পষ্ট যে এটি কোনো সিসিটিভি ক্যামেরা কিংবা ফিক্সড ক্যামেরায় রেকর্ড করা ভিডিও নয়। বরং কেউ একজন খতিবকে ভালভাবে দেখানোর জন্য ক্যামেরা নড়াচড়া করছিলেন।

২৬ সেকেন্ডে মূল ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে আবার সেটাকে স্লো মোশনে চালিয়ে ব্যাকগ্রাউন্ডে ভিন্ন তেলাওয়াত যোগ করে ভিডিওটি সম্পূর্ণ করা হয়।

ভাইরাল ভিডিও যুক্ত কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে ,এখানে

বিভিন্ন পেজ এবং গ্রুপে শেয়ারের মাধ্যমে  ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়।

ফ্যাক্টচেক

নামাজের পূর্বে খুতবারত অবস্থায় ইমাম কিংবা খতিব এর মৃত্যুর ঘটনা একটু বিরল হলেও দুষ্প্রাপ্য নয়। ২০১৯ সালের ৮ই জুন মালয়েশিয়ায় Ustaz Ku Yaacob Ku Hashim নামের এক খতিব এভাবে মৃত্যুবরণ করেছিলেন।

এই ঘটনার বেশ কিছু ভিডিও সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যেমন -দেখুন এখানে , এখানে

২০২০ সালের ৩১শে জানুয়ারি মিশরের ওররাক রাজ্যের গিজায় অবস্থিত মসজিদ আল হাবিব-এর খতিব আবুল আজম ত্বহা খুতবারত অবস্থায় ইন্তেকাল করেন।

তার ইন্তেকালের ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

তবে এসকল কোনো ভিডিওর সাথেই সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া খতিব এর চেহারার মিল খুজে পাওয়া যায়নি।

সাম্প্রতিক মৃত্যুর ঘটনা নিয়ে সার্চ ইঞ্জিনে অনুসন্ধান চালিয়েও কোনো ফল পাওয়া যায়নি। অবস্থাদৃষ্টে মনে হয়েছে, মালয়েশিয়ার খতিব Ustaz Ku Yaacob Ku Hashim কিংবা মিশরের খতিব Abu Al-Azm Taha এর মত সম্প্রতি কোনো মৃত্যুর ঘটনাই ঘটেনি।

যেসকল ফেসবুক পোস্টে এই ভিডিও শেয়ার করা হচ্ছে, সেখানে ভিডিওতে দেখানো ব্যক্তি সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হয়নি।

বাংলাদেশী ফ্যাক্ট চেকিং সাইট Rumor Scanner এর অনুসন্ধানে দেখা যায় যে এই ভিডিওটি আপলোড করেছিল  معاذ ابوالحمد الازهرى (অনুবাদ- Moaz Abulhamd Al-Azhari)” নামের এক মিশরীয় নাগরিক ।

Moaz Abulhamd Al-Azhari এর ইউটিউব চ্যানেল ঘুরে দেখা যায় তিনি মিশরের একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি মূলত ইসলামিক বিষয় এবং ঘটনা নিয়ে কন্টেন্ট বানিয়ে থাকেন।

২৮শে মে তারিখে  তার চ্যানেলে আপলোড করা  ভিডিওটির টাইটেল ছিল-“موت الخطيب وهو يخطب ويقول لا إله إلا الله (The death of the preacher while he was delivering a sermon saying there is no god but God)”

মূল ভিডিওর নিচে চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটরের পিনড কমেন্টে তিনি  আরবীতে লিখেছেন-

اتمنى ان ينال هذا الفديو أعجابكم 😍”

ثانى حلقة من عظماء الكون😍💪

تابع الفديو للاخر وهتعرف انى بجسد شخصية فعلا ماتت على المنبر بهذه الطريقة”

এর অনুবাদ করে দেখা গেছে তিনি লিখেছেন-

““I hope you like this video. The second episode of the greats of the universe. Watch the video to the end and you will know that I am in the body of a character who really died on the pulpit in this way.”

অর্থাৎ ভিডিওতে বর্ণনার পাশাপাশি তিনি এক পিন কমেন্টে জানাচ্ছেন,

“ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি এমন একটি চরিত্রের মধ্যে আছি যে সত্যিই এইভাবে মিম্বরে মারা গিয়েছিল।”

 

এছাড়াও Moaz Abulhamd Al-Azhari তাঁর ফেসবুক পেইজে ৩০মে পোস্ট করেছেন-

আরবি ভাষায় লেখা সেই পোস্টকে গুগলের সহযোগিতায় ইংরেজিতে অনুবাদ করলে পাওয়া যায়,

“Guys, I am fine by God, and I thank everyone who asked me. but the video on social media is part of an episode of a program that I present every week on my YouTube channel, and I was talking about a person who died in front of me like this on the pulpit. I said on my channel that I am talking about this person and I hope that People think best before speaking. Inshallah,I will come up with a video in which I will talk about this matter. God bless you.”

অর্থাৎ, ভিডিওটি ভিন্ন দাবিতে ছড়িয়ে পড়লে এক ফেসবুক পোস্টে তিনি ভালো আছেন বলে নিশ্চিত করে জানিয়েছেন,

“ভিডিওটি একটি অনুষ্ঠানের একটি পর্বের অংশ যা আমি প্রতি সপ্তাহে আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করি। এখানে আমি এমন একজন ব্যক্তির কথা বলেছি যে আমার সামনে মিম্বরে এভাবে মারা গিয়েছিল। আমি আমার চ্যানেলে বলেছিলাম যে আমি সেই ব্যক্তির কথা বলছি এবং আমি আশা করব যে লোকেরা বলার আগে ভালোভাবে চিন্তা করবে। ইনশাআল্লাহ, আমি একটি ভিডিও নিয়ে আসব যাতে আমি এই বিষয়ে কথা বলব।”

অর্থাৎ তিনি তার নিজ চোখে দেখা মসজিদের মিম্বরে খুতবারত অবস্থায় মারা যাওয়া এক ব্যক্তির ঘটনা নিয়ে ভিডিওটি তৈরি করেছিলেন।

একই দিনে তিনি ভিন্ন আরেকটা ব্যাখ্যামূলক ভিডিও শেয়ার করে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এই ভিডিও ভাইরাল হওয়ার পরে প্রচুর বাংলাদেশীকে তার ফেসবুক ওয়ালে বাংলায় কমেন্ট করতে দেখা গিয়েছে।

ফ্যাক্টওয়াচ এর পক্ষ থেকে  معاذابوالحمد الازهرى (মুয়াজ আবুল হামদ আল আজহারি) এর সাথে ফেসবুকে যোগাযোগ করা হয়।  ফ্যাক্ট ওয়াচের সংগ্রহ করা তথ্য প্রমাণ গুলো দেখানো হলে তিনি নিশ্চিত করেন, মিশরের গিজার এক মসজিদে এই খতিব (আবুল আজম ত্বহা) এর মৃত্যুদৃশ্যই তিনি দেখেছিলেন, এবং সেটাই তিনি ভিডিওতে পুর্নসৃষ্টি  করতে চেষ্টা করেছিলেন।

Rumor Scanner এর অনুসন্ধানে তারা খুঁজে পেয়েছেন যে এই ভিডিওটির মারা যাওয়ার অংশটি Moaz Abulhamd Al-Azhari তার টিকটকে আপলোড করেন, এবং সেখান থেকেই ভিডিওটি ছড়িয়ে পড়ে।

যদিও টিকটক থেকে ভিডিওটি মুছে ফেলা হয়েছে, কিন্তু অন্যান্য ব্যবহারকারীরা এখনো ভিডিওটি প্রচার করছেন। দেখুন এখানে এবং এখানে

২০২১ সালের মে মাসে ইন্দোনেশিয়ার খতিব , Zacky Mirza , খুতবারত অবস্থায় হার্ট এটাক করেন। তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। সেসময় জাকি মির্জা’র মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও পরে তিনি সূস্থ হয়ে ফিরে আসেন। এ বিষয়ে রয়টার্স এর  ফ্যাক্ট চেকিং রিপোর্ট দেখুন এখানে। বাংলাতে বুম বাংলাদেশ এর প্রতিবেদন দেখতে পাবেন এখানে

সারমর্ম

২০২০ সালে মিশরে শায়খ আবুল আজম ত্বহা নামক এক খতিব খুতরাত অবস্থায় ইন্তেকাল করেছিলেন। সম্প্রতি অপর একজন ইউটিউবার সেই ঘটনাটাই অভিনয়ের মাধ্যমে পুনরায় ফুটিয়ে তুলেছিলেন। তার অভিনয় এর ভিডিও ক্লিপটাই বাস্তব ঘটনা ভেবে বিভ্রান্তিকর ক্যাপশন যোগ করে অনেকে যোগ করছেন। তবে এই অভিনেতা, মুয়াজ আবুল হামদ আল আজহারি, সূস্থ আছেন এবং নিরাপদ আছেন। ভুল ক্যাপশনসহ ছড়িয়ে পড়া এই ভিডিওর ক্যাপশনগুলোকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

——-

অভিনয় কে বাস্তব ঘটনা ভেবে বিভিন্ন সময়ে বাংলাদেশে এর আগেও অনেক গুজব ছড়িয়েছে। পড়তে পারেন ফ্যাক্টওয়াচ এর এই প্রতিবেদন গুলো

মৃতদেহ পানিতে পড়ে যাওয়ার ভিডিওটি মূলত টিভি নাটকের দৃশ্য

“ইউক্রেনের সেনা কর্তৃক বসনিয়ার মুসলমান হত্যা” শিরোনামে ভাইরাল ভিডিওটি চলচ্চিত্রের অংশ

Pari চলচ্চিত্রের কাহিনীকে বাস্তব ঘটনা বলে প্রচার

পিস্তল উঁচিয়ে চাচাকে জন্মদিনের শুভেচ্ছা: মূলত একটি শর্টফিল্ম থেকে নেয়া

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply