সম্প্রতি ফেসবুকে দশেরলাঠি নামের একটি পেজ থেকে আমার দেশ, বার্তা বাজার, আরটিভির নামে কিছু ফটোকার্ড পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, উক্ত ফটোকার্ডগুলো আসল নয়। যেই ছবি ব্যবহার করা হয়েছে তার আসল প্রেক্ষাপটের সাথে ফটোকার্ডগুলোতে উল্লেখ করা শিরোনামের কোনো মিল নেই। ভিত্তিহীন ভাবে ছবির সাথে শিরোনাম ব্যবহার করা হয়েছে।
আমার দেশের আদলে ফটোকার্ড– মুখ ঢাকা কয়েকজন নারীর একটি ছবি এই ফটোকার্ডে দেখতে পাওয়া যায়। সেখানে শিরোনামে উল্লেখ করা হয়েছে ‘বাড়ি বাড়ি গিয়ে সহজ সরল মহিলাদের ভোটার আইডি কার্ডের নাম্বার সংগ্রহ করতে গেলে, জামায়াতের নারী কর্মীদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেয় এলাকাবাসী।’ পাশাপাশি তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ১৪ জানুয়ারি। কিন্তু আমার দেশের অফিশিয়াল ফেসবুক পেজে উক্ত তারিখে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তাই এই ছবিটির উৎস খুঁজে পাওয়ার জন্য রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে News Bangla 24 এর অফিসিয়াল ওয়েবসাইটে ২০২২ সালের ৩০ ডিসেম্বর আলোচিত ছবিটির অনুরূপ একটি ছবি পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয় এই একই তারিখে মেহেরপুরের মুজিবনগরে সরকারবিরোধী গোপন বৈঠক করার অভিযোগে বিপুল পরিমাণে সাংগাঠনিক বইসহ জামায়াতের আট নারী কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। ছবিটি মূলত সেই সময়কার।
বার্তা বাজারের আদলে ফটোকার্ড- এই ফটোকার্ডে ‘শিবিরের নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫’ শিরোনাম ব্যবহার করে এর সাথে সেনাবাহিনী কর্তৃক অস্ত্র জব্দ করার ছবি ব্যবহার করা হয়েছে। ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১০জানুয়ারি উল্লেখ করা হয়েছে। কিন্তু এই তারিখে বার্তা বাজার এই একই ছবি যুক্ত ফটোকার্ড প্রকাশ করেছে। কিন্তু তার শিরোনামে উল্লেখ করা হয়েছিল ‘ছাত্রদল নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫।’ অর্থাৎ, ছাত্রদলের স্থানে শিবির শব্দটি বসিয়ে দেওয়া হয়েছে।
চলতি বছরের ৯ জানুয়ারি নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় ছাত্রদলের এক নেতার বাবার পরিত্যক্ত বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়।
আরিটিভির আদলে ফটোকার্ড- ফটোকার্ডটি প্রকাশের তারিখ১২ জানুয়ারি ২০২৬ উল্লেখ করেসেখানে অস্ত্রসহ কয়েকজনকে গ্রেপ্তারের একটি ছবি ব্যবহার করা হয়। ক্যাপশনে দাবি করা হয়,‘কক্সবাজারে অস্ত্রসহ ১৯ জামায়াত নেতা কর্মী আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু।’ আরটিভির অফিসিয়াল ফেসবুক পেজে এই একই তারিখে একই ছবি যুক্ত একটি ফটোকার্ড প্রকাশিত হয়। কিন্তু তার ক্যাপশনে উল্লেখ করা হয় ‘কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু।’
চলতি বছরের ৯ জানুয়ারি কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযান চলাকালীন কোস্ট গার্ড ও ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এরপরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
অর্থাৎ, দেখা যাচ্ছে ভিন্ন ক্যাপশন ব্যবহার করে মূল ছবির প্রেক্ষাপট পরিবর্তন করা হয়েছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলোর উপর ভিত্তি করে করা দাবিটিগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।
Claim: আমার দেশের আদলে ফটোকার্ড– ক্যাপশনে উল্লেখ করা হয়েছে ‘বাড়ি বাড়ি গিয়ে সহজ সরল মহিলাদের ভোটার আইডি কার্ডের নাম্বার সংগ্রহ করতে গেলে, জামায়াতের নারী কর্মীদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেয় এলাকাবাসী।’ বার্তা বাজারের আদলে ফটোকার্ড- এই ফটোকার্ডে ‘শিবিরের নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫’ শিরোনাম ব্যবহার করা হয়েছে। আরিটিভির আদলে ফটোকার্ড- ক্যাপশনে দাবি করা হয়, ‘কক্সবাজারে অস্ত্রসহ ১৯ জামায়াত নেতা কর্মী আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু।’
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh