ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে দেখা গেছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি পুরোনো, ২০১৮ সালের সেপ্টেম্বরের। ওই সময় শেখ হাসিনা জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্ক সফরে ছিলেন। এ ছাড়া গত বছরের ৫ আগস্টের পর সাম্প্রতিক সময়ে তার প্রকাশ্যে আসার দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।
দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে সাদেক শিবলী নামের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পাওয়া যায়। এই ছবির সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ছবিটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, বিদায়বেলায় কর্মীদের প্রতি নেত্রীর ভালোবাসা…হোটেল গ্র্যান্ড হায়াত, ম্যানহাটন, নিউ ইয়র্ক।
এই সূত্রে পরে আরও খুঁজে Ifjal Chowdhury নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনাকে প্রকাশ্যে দেখা যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি হুবহু পাওয়া যায়। এখানেও ভিডিওটি ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশন, ‘২৩ থেকে ২৯ পুরো ১ সপ্তাহ নিউইয়র্কে অবস্হান শেষে এই মাত্র নেত্রী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিলেন।’
অর্থাৎ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে দেখা যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো এবং যুক্তরাষ্ট্রের। তাই ফ্যাক্টওয়াচ এমন দাবিতে প্রচারিত ভিডিওগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে দেখা গেছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh