এক শিশুর সঙ্গে তারেক রহমানের হাত মেলানোর দাবিতে এআই ছবি প্রচার 

2
এক শিশুর সঙ্গে তারেক রহমানের হাত মেলানোর দাবিতে এআই ছবি প্রচার 
এক শিশুর সঙ্গে তারেক রহমানের হাত মেলানোর দাবিতে এআই ছবি প্রচার 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাস থেকে নেমে এক শিশুর সঙ্গে হাত মিলিয়েছেন-এমন দাবিতে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, তারেক রহমান তাকে বহনের কাজে নিয়োজিত বাসের সামনে প্রায় ৪৫ ডিগ্রি কোণে দাঁড়িয়ে একটি শিশুর সঙ্গে হাত মেলাচ্ছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি  এআই জেনারেটেড। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ভাইরাল ছবিটি যাচাইয়ে এতে বেশ কিছু অসঙ্গতি নজরে পড়ে। এর মধ্যে প্রথমেই আছে তারেক রহমানের অস্বাভাবিক দাঁড়ানোর ভঙ্গি। ছবিটিতে তারেক রহমানকে প্রায় ৪৫ ডিগ্রি কোণে দাঁড়িয়ে শিশুটির সঙ্গে হাত মেলাতে দেখা যায়। আরেকটি অসঙ্গতি দেখা যায়, তারেক রহমানের বহন করা বাসটির সামনের অংশে। 

তাকে বহন করা বাসের সামনের অংশে সাদা রঙে বাংলায় লেখা রয়েছে, ‘সবার আগে বাংলাদেশ’।  কিন্তু ভাইরাল ছবিটিতে সেখানে ইংরেজিতে কিছু একটি লেখা রয়েছে দেখা যায়। যার সঙ্গে তারেক রহমানের বাসের সম্মুখ অংশ মিলে না। ছবিতে বাসটির নাম্বার প্লেটের লেখাতেও অমিল পাওয়া যায়। 

আবার ছবিটি রিভার্স ইমেজ সার্চে বাংলা ভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওতে থাকা শিশুর সঙ্গে ভাইরাল  ছবিটিতে থাকা শিশুটির মিল রয়েছে। ভিডিওটিতে দেখা যায়, তারেক রহমানের বাস চলছে, ভেতর থেকে তিনি হাত নাড়াচ্ছেন এবং শিশুটিও এটি দেখে দুই হাত নাড়াচ্ছে। এক পর্যায়ে বাসটি শিশুটিকে অতিক্রম করে চলে যায়। বাংলা ভিশনের এই ভিডিও নিয়ে একটি ফটোকার্ডও পাওয়া যায়।  

অনুসন্ধানে পাওয়া ভিডিও এবং প্রাপ্ত অসঙ্গতিগুলোর ভিত্তিতে ছবিটিকে গুগলের এআই শনাক্তকারী টুল (@SynthID)-র সাহায্যে যাচাই করে দেখা হয়। 

টুলটি ছবিটি বিশ্লেষণ করে জানায়, এটি গুগল এআইয়ের সাহায্যে তৈরি বা এডিট করা হয়েছে। 

প্রসঙ্গত, গুগল তাদের এআই প্রযুক্তি দিয়ে তৈরি ছবি, ভিডিও, অডিও বা টেক্সটে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যায়। কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না জানতে চাইলে জেমিনিতে ছবিটি আপলোড করে এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুল সিন্থআইডিকে জিজ্ঞেস করলে টুলটি ওয়াটারমার্ক আছে কি না পরীক্ষা করে জানিয়ে দেয়।

উপরিউক্ত বিশ্লেষণের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাস থেকে নেমে একটি শিশুর সঙ্গে হাত মিলিয়েছেন-এমন দাবিতে ফেসবুকে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড। তাই ফ্যাক্টওয়াচ এই ছবিযুক্ত পোস্টগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।  

Claim:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাস থেকে নেমে এক শিশুর সঙ্গে হাত মিলিয়েছেন-এমন দাবিতে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, তারেক রহমান তাকে বহনের কাজে নিয়োজিত বাসের সামনে প্রায় ৪৫ ডিগ্রি কোণে দাঁড়িয়ে একটি শিশুর সঙ্গে হাত মেলাচ্ছেন।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh