সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে, গাজীপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার পথে রাস্তায় গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, এটি গত আগস্ট মাসে রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও।
ভাইরাল ভিডিও থেকে বিভিন্ন কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। দেখা যাচ্ছে “যাচ্ছিলেন বিয়ের দিন ঠিক করতে, চোর সন্দেহে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা” শিরোনামে ভিডিওটি ১১ আগস্ট, ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছিলো।
এ বিষয়ে বিস্তারিত জানতে গণমাধ্যমে সন্ধান করে প্রথম আলোসহ একাধিক প্রতিবেদন (১,২) খুঁজে পাওয়া যায়।
জানা যাচ্ছে, ৯ আগস্ট, ২০২৫ তারিখ রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যানচোর সন্দেহে পিটিয়ে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। মিঠাপুকুরের শ্যামপুর এলাকার রুপলাল দাসের মেয়ে নুপুর দাসের বিয়ে ঠিক করতে রোববার আত্মীয় প্রদীপ দাস ভ্যানে করে রওনা দেন। পথ না চেনায় তিনি রুপলালকে ফোন করলে দুজনে একসঙ্গে ভ্যানে করে রওনা হন। রাত ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের ভ্যানচোর সন্দেহে আটকায়।
এর আগে ওই এলাকায় ভ্যান চুরি ও শিশু হত্যা হওয়ায় মানুষ উত্তেজিত ছিল। ভ্যানে থাকা চারটি বোতলে মদ পাওয়ার পর সন্দেহ আরও বাড়ে। স্থানীয়রা তাদের অজ্ঞান করে ভ্যান চুরি করার অভিযোগে বেধড়ক মারধর করে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ফেলে রাখে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে রুপলাল দাসকে মৃত ঘোষণা করা হয়। প্রদীপ দাসকে রংপুর মেডিকেলে ভর্তি করলে সেও ভোরে মারা যান।
এসব তথ্য নিশ্চিত করছে, ভিডিওটি গাজীপুরের কোনো গণধর্ষণের ঘটনার নয়। আগস্ট মাসে রংপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ভিডিওকে ভিন্ন দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করছে।
Claim: সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে, গাজীপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার পথে রাস্তায় গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী।
Claimed By: Facebook Users
Rating: Mostly false
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh