বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর যুগ্ম আহবায়ক খান তালাত মাহমুদ রাফি তার স্ত্রীকে নিয়ে বৃষ্টিতে ভিজতে গিয়ে ইভটিজিং এর শিকার হয়েছেন- এমন দাবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৈনিক জনকন্ঠের আদলে এই কার্ড তৈরি করা হলেও, উক্ত দৈনিকের অনলাইন পাতায় এমন কোনো কার্ড দেখা যায়নি। এছাড়া এই ফটোকার্ডের সাথে দৈনিক জনকণ্ঠের ব্যবহার করা আসল ফটোকার্ডগুলোর একাধিক অসঙ্গতি লক্ষণীয়। জনাব রাফির পক্ষ থেকেও এমন কোনো দাবি করা হয়নি। সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই ফটোকার্ড যুক্ত পোস্টগুলোকে বিকৃত সাব্যস্ত করছে।
জনকণ্ঠের নাম এবং লোগোযুক্ত এসব এসব ফটোকার্ডে বলা হয়, বৃষ্ঠিতে ভিজতে গিয়ে ইভটিজিং এর স্বীকার রাফি এবং তার সহধর্মিণী।জনকণ্ঠের নাম এবং লোগোযুক্ত এসব এসব ফটোকার্ডে বলা হয়, বৃষ্ঠিতে ভিজতে গিয়ে ইভটিজিং এর স্বীকার রাফি এবং তার সহধর্মিণী।
একই বিষয়ে দৈনিক কালবেলার নাম এবং লোগোযুক্ত আরেকটি ফটোকার্ড দেখতে পাওয়া যায়। এই কার্ডের শিরোনাম ছিল- রাফি এবং তার সহধর্মিনী ইভটিজিং স্বীকার হওয়ায় তীব্র নিন্দা জানান আসিফ মাহমুদ ।
অনুসন্ধান
দৈনিক জনকন্ঠ এবং দৈনিক কালবেলা- উভয় পোর্টালের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট খুঁজেও আলোচিত এই ফটোকার্ড বা সংবাদগুলো পাওয়া যায়নি।
এছাড়া, এই পোর্টাল গুলো থেকে প্রকাশিত অন্যান্য ফটোকার্ডের ফন্ট এবং আঙ্গিকের সাথে আলোচ্য কার্ড দুটির মিল পাওয়া যাচ্ছেনা।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহবায়ক খান তালাত মাহমুদ রাফি গত ১৭ই মার্চ বিয়ে করেছিলেন। তার স্ত্রী, জান্নাতুল ফেরদৌসীর ফেসবুক একাউন্ট থেকে গত ২০শে মে তারিখে রাত ১০টা ২৮ মিনিটে ‘আমাদের বৃষ্টি বিলাশ’ ক্যাপশনে বৃষ্টিতে ভেজার পর তাদের কয়েকটি ছবি আপলোড করা হয়। এই ছবিগুলো ব্যবহার করেই আলোচ্য ফটোকার্ড দু’টি তৈরি করা হয়েছে।
লক্ষণীয় যে, এই বিষয়ে সবচেয়ে পুরোনো ফটোকার্ডটি আপলোড করা হয়েছিল ২০শে মে রাত ১১টা ৩৮ মিনিটে, অর্থাৎ, মূল ছবি প্রকাশের ঘন্টাখানেকের মধ্যেই এই ফটোকার্ড অনলাইনে প্রকাশিত হয়েছিল।
২০শে মে তারিখে জনাব রাফি কিংবা তার স্ত্রীর পক্ষ থেকে কোনো ইভটিজিং এর অভিযোগ ও করা হয়নি, বা এমন কোনো সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়নি।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই ফটোকার্ডযুক্ত পোস্টগুলোকে ‘বিকৃত’ সাব্যস্ত করছে।
Claim: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর যুগ্ম আহবায়ক খান তালাত মাহমুদ রাফি তার স্ত্রীকে নিয়ে বৃষ্টিতে ভিজতে গিয়ে ইভটিজিং এর শিকার হয়েছেন- এমন দাবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৈনিক জনকন্ঠের আদলে এই কার্ড তৈরি করা হলেও, উক্ত দৈনিকের অনলাইন পাতায় এমন কোনো কার্ড দেখা যায়নি। এছাড়া এই ফটোকার্ডের সাথে দৈনিক জনকণ্ঠের ব্যবহার করা আসল ফটোকার্ডগুলোর একাধিক অসঙ্গতি লক্ষণীয়। জনাব রাফির পক্ষ থেকেও এমন কোনো দাবি করা হয়নি। সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই ফটোকার্ড যুক্ত পোস্টগুলোকে বিকৃত সাব্যস্ত করছে।
Claimed By: Facebook User
Rating: Mostly false
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh